আবারও স্কুলের ছুটি বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! জানুন কতদিন বন্ধ থাকবে স্কুল ?
school will remain close till july mamata banerjee hint : আগেই ঘোষণা করা হয়েছিল স্কুল ৩০ শে জুন পর্যন্ত ছুটি থাকবে । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বুধবার সেই ছুটি বাড়ানোর ইঙ্গিত দিলেন ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাংবাদিক সম্মেলনে বলেন /। স্কুল কলেজ ৩০ শে জুন পর্যন্ত ছুটি রয়েছে । কিন্তু তিনি মনে করেন হয়ত এই ছুটি জুলাই পর্যন্ত বর্ধিত করা হবে । তিনি সরসারি ঘোষণা না করলেও জানিয়েছেন জুনের শেষে স্কুল খোলা যাবে না ।স্কুল জুলাই পর্যন্ত ছুটি বর্ধিত করা হবে এরকমই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তিনি আরও জানিয়েছেন স্কুল খুলতে জুলাই পেরিয়ে গেলেও যেসকল পরীক্ষাগুলি জুলাই মাসে হওয়ার আছে সেগুলি হবে । এবিষয়ে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা উল্লেখ করেন । তিনি বলেন স্কুল না খুললেও জুলাই মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা , সিবিএসই এবং আই সি এস ই বোর্ডের পরীক্ষাগুলি নেওয়া হবে ।
মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন শুনে নিন !
স্কুল খোলার ব্যাপারে দিদি যা ডিসিশন নেবেন তাই আমরা মেনে নেব।
ReplyDeleteKokhonoy school khola thik noy age amader sontan tar jibon trpor porasona porasona pichiye gele kichu hbe na kintu tr life chole gele ar keo ferate parbe na
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন