টুথপেস্টের গায়ে
এই রঙিন চিহ্নের মানে কি জানেন ?
do you know the meaning of this cubical colorful sign in the bottom of toothpaste tube : আমরা সকলেই টুথপেস্ট
ব্যবহার করি । বর্তমানে বিজ্ঞাপনের দৌলতে টুথপেস্টের মহিমা ঘরে ঘরে প্রচারিত । দাঁত
ঝকঝকে সাদা করতে হলে টুথপেস্ট ব্যবহার অনিবার্য । বাজারেও পাওয়া যায় বিভিন্ন কোম্পানির টুথপেস্ট । আমরা সকলেই সেরকমই কোন না কোম্পানির টুথপেস্ট ব্যবহার করে থাকি !
আপনি হয়ত লক্ষ্য
করেছেন টুথপেস্ট এর টিউবের নিচের দিকে চৌকো আকৃতির রঙিন একটি অংশ । আমরা হয়ত লক্ষ্য
করেছি , কিন্তু কোনদিনই গুরুত্ব দি নাই । কিন্তু আপনি কি জানেন টুথপেস্টের টিউবের নিচের
দিকে থাকা এই রঙিন অংশটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে ।
এই রঙিন অংশটি
সবুজ , নীল , লাল , কালো রঙের হয়ে থাকে । এবং এই প্রত্যেকটি রঙের একটি বিশেষ বিশেষ
অর্থ রয়েছে । প্রকৃত অর্থ জানার আগে আমরা জেনে নেবো এই বিষয়টি নিয়ে ছড়িয়ে থাকা একটি বড় মিথ ।
সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ভাইরাল হয়েছে যে আসলে এই রঙ দেখে টুথপেস্টটি প্রাকৃতিক না রাসায়নিক উপাদানে তৈরি তা বোঝা যায় । বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই পোস্টে কি দাবী করা হয়েছে সেটি আগে জেনে নিন -
সবুজ রঙ – যদি
টুথপেস্ট টিউবের নিচের দিকে চৌকো অংশটি যদি
সবুজ রঙের হয়ে থাকে তাহলে জানবেন এই টুথপেস্ট তৈরি করতে সম্পুর্ন প্রাকৃতিক উপাদান
ব্যবহার করা হয়েছে ।
নীল - যদি টুথপেস্ট
টিউবের নিচের দিকে চৌকো অংশটি যদি নীল রঙের
হয়ে থাকে তাহলে জানবেন এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান এবং কিছু ওষুধ
ব্যবহার করা হয়েছে ।
লাল - যদি টুথপেস্ট
টিউবের নিচের দিকে চৌকো অংশটি যদি লাল রঙের
হয়ে থাকে তাহলে জানবেন এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান এবং কিছু রাসায়নিক
উপাদান ব্যবহার করা হয়েছে ।
কালো - যদি টুথপেস্ট
টিউবের নিচের দিকে চৌকো অংশটি যদি কালো রঙের
হয়ে থাকে তাহলে জানবেন এই টুথপেস্ট তৈরি করতে সম্পূর্ণ রাসায়নিক উপাদান ব্যবহার করা
হয়েছে ।
খবরটি অবশ্যই শেয়ার করবেন । এবং টুথপেস্টের নিচের দিকের রঙিন অংশ নিয়ে যে মিথ মানুষের মধ্যে রয়েছে সেটি ভাঙতে সাহায্য করুন ।
আপনি অত্যন্ত
অজানা একটি তথ্য জেনে গেছেন । কমেন্টে জানান আপনি তথ্যটি জানতেন কিনা ? আর না জেনে
থাকলে কেমন লাগলো তথ্যটি ! এবার এক্ষুনি দেখে নিন আপনি যে টুথপেস্টটি ব্যবহার করেন
তার টিউবে কোন রঙের কিউব আঁকা আছে ! এবং কমেন্টে জানাতে ভুলবেন না ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন