প্রধানমন্ত্রীর বিরাট ঘোষণা আগামী ৫ মাস বিনামূল্যে চাল গম দেওয়া হবে
প্রধানমন্ত্রীর বিরাট ঘোষণা
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা । দীপাবলি পর্যন্ত করে দেওয়া হবে । অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত প্রত্যেক মাসে ৫ কিলো চাল অথবা ৫ কিলো গম বিনামূল্যে দেওয়া । হবে । তাঁর সাথে প্রতি মাসে ১ কিলো ডাল দেওয়া হবে । এতে ৮০ কোটি মানুষ উপকৃত হবে । এর ফলে ৯০ হাজার কোটি টাকা খরচ হবে । এবং আগের মাসগুলোকে জুড়ে দিলে ১.৫ লক্ষ কোটি টাকা খরচ ।
সারা ভারতে একটা নেশন এক রেশন কার্ড লাগু হয়ে গেছে ।এতে সব থেকে বেশি উপকৃত হবে পরিযায়ী শ্রমিকরা ।
প্রথম আমদের দেশের কৃষক , এবং দ্বিতিয় আমদের দেশের ট্যাক্স প্রদান কারী । আপনাদের সমরপনের জন্য গরীব মানুষ খেতে পাচ্ছে । আপনি দায়িত্ব নিয়ে ট্যাক্স দিয়েছেন তাই দেশের গরিব মানুষ মোকাবিলা করতে পারছে । তাই আমি দেশের সকল কৃষক এবং ট্যাক্স প্রদানকারী দের প্রণাম করছি ।
সামনের দিনে আমাদের অর্থনীতিকে বাড়াবো । আত্মনির্ভর ভারত গড়ব । এই প্রতিজ্ঞার সাথে আমরা দেশের মানুষ একত্রিত হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করব ।
গামছা , মাস্ক ব্যাবহার করুন । ২ গজের দুরত্ব রাখুন । ধন্যবাদ ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন