গুজরাটের দহেজে ঘটলো ভয়ানক বিস্ফোরণ , আহত ৫০ মৃত ৫ জন
আবারো ভয়ানক বিস্ফোরণ । একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে দেশে । গুজরাটের দহেজে একটি রাসায়নিক কারখানায় হঠাৎই ভয়ানক বিস্ফোরণ ঘটে ।
বুধবার বিকেলের দিকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে । বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৩ কিমি রেডিয়াস জুড়ে এর আওয়াজ শোনা যায় ।
দমকল বাহিনী সেখানে পৌঁছেছে । আগুন নেভানোর সর্বোতভাবে চেষ্টা চলছে । জানা যাচ্ছে এই বিস্ফোরণের ফলে এখনো পর্যন্ত ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে । ৫০ জনের বেশি মানুষ আহত ।
আহতদের ভারুচ সিভিল হাসপাতাল এবং আরো দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক ।
যশস্বী রসায়ন লিমিটেড নামক কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটেছে । আশেপাশের অঞ্চল থেকে গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে । এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে । তবে এই বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি । আগুন নিয়ন্ত্রণে এলে চিত্রটা আরো পরিষ্কার হবে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন