অমিত শাহের ভার্চুয়াল প্রচারে খরচ হল ১৪৪ কোটি টাকা , বসানো হল ৭২ হাজার LED
Amit Shah virtual campaign cost 144 crore rupees 72 thousand LEDs were installed : গত রবিবার বিজেপি নেতা এবং গৃহ মন্ত্রী অমিত শাহ বিহারের বিজেপি কর্মি দের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল র্যালির আয়োজন করেন । যেখানে তিনি বিজেপি সরকারের ভালো কাজগুলির কথা উল্লেখ করেন । তিনি বলেন আর্টিকেল ৩৭০ উঠিয়ে দেওয়া এবং তিন তালাকের কথা । যাকে তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিশাল কৃতিত্ব বলে উল্লেখ করেন ।
যদিও এই ভার্চুয়াল র্যালি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছেন । টুইটারে বিষয়টি বর্তমানে ট্রেন্ড করছে । যেখানে বলা হচ্ছে অমিত শাহ এই র্যালির আয়োজন করতে গিয়ে প্রায় ৭২ হাজার LED স্ক্রিনের ব্যবহার করছিল । যার মাধ্যমে অমিত শাহের ভাষণ বিহারের মানুষ শুনতে পারে । এমনও অভিযোগ করা হচ্ছে এই একটি মাত্র র্যালি করতে গিয়ে অমিত শাহ প্রায় ১৪৪ কোটি টাকা খরচ করেছেন । তাঁরা প্রশ্ন করেছেন এই টাকা কোথা থেকে এসেছে ?
দ্য হিন্দু তার একটি প্রতিবেদনে এটিকে নির্বাচনের ভেঁপু বলে উল্লেখ করেছেন । যদিও মাননীয় অমিত শাহ জি জানিয়েছেন এটি নির্বাচনের জন্য প্রচার নয় , বিজেপি সবসময় চেষ্টা করে তার কর্মীদের সাথে একটি সংযোগ স্থাপনের এখন যেহেতু করোনা ভাইরাসের কারনে মানুষ বাইরে বের হতে পারছেন না , তাই এই ভার্চুয়াল র্যালির আয়োজন করা হয়েছিল ।
এবিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন