রাম জন্মভূমি নির্মানে দান করলে মিলবে কর ছাড় ঘোষণা কেন্দ্রের
রাম জন্মভূমি নির্মানে দান করলে মিলবে কর ছাড় ঘোষণা কেন্দ্রের |
বিরাট ঘোষণা কেন্দ্র সরকারের রাম জন্মভূমি নির্মানে দান করলে মিলবে কর ছাড় । গতবছর ৯ ই নভেম্বর বিতর্কিত জমিতে রাম মন্দির হওয়ার আদেশ দেয় সুপ্রীম কোর্ট । এবং এর পরিপূরক হিসাবে কেন্দ্রকে সুন্নি অয়াকফ বোর্ডকে ৫ একরের একটি জমি দিতে বলা হয় ।
সুপ্রীম কোর্টের আদেশ অনুসারে রাম মন্দির নির্মানের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয় এবছরের ফেব্রুয়ারীতে । ১৫ জনের সদস্য সম্বলিত এই ট্রাস্ট গঠন করা হয় । আগেই কেন্দ্র ঘোষণা করেছিল একটি পয়সাও মন্দির নির্মানে কেন্দ্রের তরফে দেওয়া হবে না ।
আইকর আইনের ৮০ জি ধারা অনুসারে ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলি করছাড়ের আওতায় আসে । রাম জন্মভূমি যেহেতু একটি তির্থস্থান এবং এর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তাই এই মন্দির নির্মানে জন্য গঠিত ট্রাস্টকে করছাড়ের আওতায় আনা হল ।
মনে করা হচ্ছে কেন্দ্র সরকারের এই কর ছাড়ের ফলে রাম মন্দির নির্মানের ক্ষেত্রে অর্থসঙ্কট দূর হবে । মানুষ মুক্তহস্তে দান করবে এবং খুব শীঘ্রই সেখানে ভব্য মন্দির তৈরি হবে ।
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন