দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার  দিন ধার্য করা হল





 সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার  দিন ধার্য করা হল । ১ লা জুলাই থেকে ১৫ ই জুলাই পর্যন্ত হবে এই পরীক্ষা । 

দেশব্যাপী লকডাউনের জন্য স্থগিত রাখা হয়েছিল একাধিক পরীক্ষা । অবশেষে CBSE বোর্ডের সময়সূচি করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল । পরীক্ষার সময়সূচির পাশাপাশি ছাত্র _ছাত্রী ও অভিভাবকদের জন্য দেওয়া হয় কিছু গাইড  লাইন ।


CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি :–

১ লা জুলাই– হোম সায়েন্স পরীক্ষা ।

২  রা জুলাই –হিন্দি পরীক্ষা ।

৭ ই জুলাই –নতুন সিলেবাসের ইনফরমেটিক প্র্যাকটিক্যাল ও কম্পিউটার সায়েন্স এবং তার সঙ্গে ইনফরমেশন সায়েন্স ।

৯ ই জুলাই –বিজনেস স্টাডিজ পরীক্ষা ।

১০ ই জুলাই –বায়োটেকনোলজি পরীক্ষা ।

১১ ই জুলাই _ ভূগোল পরীক্ষা ।

১৩ ই জুলাই –সোশিওলজি পরীক্ষা ।


পরীক্ষার সময়সূচির পাশাপাশি বোর্ডের তরফ থেকে ছাত্রীছাত্রী ও অভিভাবকদের জন্য একাধিক গাইডলাইন ও দেওয়া হয়েছে ।

1. ছাত্রছাত্রীদের নিজেদের হ্যান্ডস্যানিটাইজার নিএ  আসতে হবে ।
2.সব ছাত্রছাত্রীদের মুখ নাক মাস্ক অথবা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ।
3.ক্লাসরূমে  সামাজিক দূরত্ব বিধি নিয়ম মেনে চলতে হবে ।
4.অভিভাবকদের নিশ্চিত করতে হবে তাদের সন্তানের জ্বর হয়নি ।
5.পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যে সমস্ত নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলতে হবে ।
6.পরীক্ষা কেন্দ্র গুলো পরীক্ষা নেবার জন্য যে বিধি জারি করবে তা মেনে চলতে হবে ।
7.সকাল ১০: ১৫ থেকে ১০: ৩০  পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পড়বে ।
8.কত সময়ের জন্য পরীক্ষা হবে তা অ্যাডমিট কার্ডে দিয়ে দেওয়া হবে ।
9.সকাল সাড়ে দশ  টা থেকে পরীক্ষা শুরু হবে ।

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post