মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নজিরবিহীন উদ্যোগ , রেশন কার্ড ছাড়াই মিলবে রেশন
রেশন মিলবে ডিজিটাল রেশন কার্ড ছাড়াই |
West Bengal Government will take big steps to get rations without digital ration card : রেশনে খাদ্য সামগ্রী নিয়ে বড়ো পদক্ষেপ নিলো রাজ্য সরকার । যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তারাও এবার থেকে রেশন পাবেন । এরকমই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।
ডিজিটাল রেশন কার্ড ছাড়াও মিলবে রেশন । বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে এমনটাই জানানো হয় । ক্যাবিনেট বৈঠকে জানানো হয়েছে – যাদের ডিজিটাল কার্ড নেই বা যারা আবেদনই করেননি অথবা যারা বহুদিন রেশন নেননি তারাও এবার রেশন পাবেন । রাজ্য সরকারের এই পদক্ষেপে উপকৃত হবেন বহুমানুষ ।
দীর্ঘ লকডাউনের জেরে মানুষ কর্মহীন হয়ে পড়েছে । ফলে দেখা দিয়েছে খাদ্য সমস্যা । এই সংকটে যাতে খাদ্য সমস্যায় পড়তে না হয় সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে ।
যারা দীর্ঘ দিন রেশন নেননি এবার তারাও পাবেন রেশন সামগ্রী । তবে সরকারের কাছে আবেদন করতে হবে । সরকারের তরফ থেকে একটি কুপন দেওয়া হবে । সেটি ব্যাবহার করলেই রেশন সামগ্রী মিলবে ।
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Mamata didi pranam
ReplyDeleteSk.muklesur Rahaman
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন