গৃহ শিক্ষকতা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন শিক্ষকদের
Teachers plea to Chief Minister for home teaching
মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষকদের কাতর আবেদন


Teachers plea to Chief Minister for home teaching : সুখ শান্তি কেড়ে নিয়েছে । আঘাত হেনেছে অর্থনীতির মেরুদণ্ডে । বন্ধ করে দিয়েছে আয়ের পথ । যে গৃহ শিক্ষকরা  এত দিন টিউশন করে নিজের ও পরিবারের পেট চালিয়েছে । লক ডাউনে কার্যত কর্মহীন সেই শিক্ষা গুরুরা । বাবা মা বউ বাচ্ছার পেট চালাতে সরকারের কাছে টিউশন পড়ানোর ছাড় দিতে কাতুর আবেদন জানিয়েছেন তারা ।

করোনার জেরে দ্বার বন্ধ হয়ে শিক্ষা প্রতিষ্ঠনের । বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ বন্ধ শিক্ষক ও পড়ুয়া দের । বাড়িতে বসে অনলাইন অ্যাপের মাধ্যমে চলছে পড়াশোনা । কিন্তু যারা এতদিন ওই পড়ুয়া দের কোচিং  করিয়ে দিন যাপন করেছেন এখন তারাই কর্মহীন । সরকারের নির্দেশ কে বুড়ো আঙুল 
দেখিয়ে স্কুল শিক্ষকরা বাড়িতে শিক্ষকতা করার অনেক আগে থেকেই বঞ্চিত হয়ে এসেছে গৃহ শিক্ষকরা ।

প্রবল আর্থিক সমস্যায় পড়েছেন রাজ্যের কম বেশি প্রায় ১৫ লক্ষ গৃহ শিক্ষক । যারা গৃহ শিক্ষকতা  কেই জীবনের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তারা এখন নিজের ও পরিবারের সদস্যদের পেট চালাবেন কী করে তা ভেবে আতঙ্কিত তারা । 

দিনের প্রায় অধিকাংশ সময় শিক্ষকতার মধ্যে কাটিয়ে দেওয়া মানুষ গুলো এখন টিউশন দিতে পারছেন না । সঞ্চয়ে যে টুকু ছিল দীর্ঘ লকডাউনের জেরে তাতেও  টান পড়েছে । এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে তাদের কাতর আবেদন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক পড়ুয়া নিয়ে ছোটো ছোটো কোচিং করানোর অনুমতি দিক রাজ্য সরকার ।

দেশে করোনা পরিস্থিতি  খারাপ হওয়ায় ইতিমধ্যেই দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে সরকার । কবে লকডাউন উঠবে তা এখনও স্পষ্ট নয় । এই অবস্থায় শিক্ষকতা পেশায় ছেদ পরাই ব্যাপক সমস্যায় পড়েছেন গৃহ শিক্ষকরা । দিন গুজরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে হস্তক্ষেপ দাবি করেছেন তারা ।


রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



ভালো লাগলে লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করুন । 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 





Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post