লক ডাউন বাড়ানো হোক , বলছে বেঙ্গল ইমামস এসোসিয়েশন
লক ডাউন বাড়ানো হোক , বলছে বেঙ্গল ইমামস এসোসিয়েশন |
Request to extend lockdown by Bengal Imams Association : কেন্দ্র সরকার করোনা মহামারীকে আটকাতে আগামী ১৭ ই মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে । অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার ২১ শে মে পর্যন্ত লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে ।
আগামী ২৫ শে মে মুসলিমদের পবিত্র পরব ঈদ উল ফিতর । সেই ভেবে হয়তো রাজ্য সরকার লকডাউন শিথিল করতে পারে ! কিন্তু সেটা যেন কোন পরিস্থিতিতেই না করা হয় সেবিষয়ে সচেতন করে দিল বেঙ্গল ইমাম এসোসিয়েশন ।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন । এবং অনুরোধ রেখেছেন ২১ শে মের প লকডাউন যেন কোন পরিস্থিতিতেই শিথিল না করা হয় । উল্টে এই সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে লকডাউন বাড়ানো হোক আগামী ৩০ শে মে পর্যন্ত ।
বেঙ্গল ইমামস এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে আগে মানুষ বাঁচুক , তারপর না হয় উৎসব হবে । তারা জানিয়েছে যদি ঈদের দিন কোন দোকান দোকান খোলা নাও হয় তাও কেউ প্রশ্ন করবে না । বরং সমগ্র মুসলিম নেতৃবৃন্দ এবিষয়ে মুখ্যমন্ত্রীর পাশে আছে ।
এই সংগঠন অনুরোধের সাথে সাথে এটা দাবী হিসেবে উত্থাপন করেছে ৩০ শে মে র আগে যেন কোনভাবেই লক ডাউন না তোলা হয় । এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যেন মুখ্যমন্ত্রীও কেন্দ্রকেও ৩০ শে মে পর্যন্ত লক ডাউন রাখার আবেদন করেন ।
অন্যদিকে আগামীকাল দুপুর তিনটের সময় প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স করতে চলেছেন । সম্ভবত সেখানেও আলোচনা হবে আগামী ১৭ ই মের পর লকডাউন বাড়ানো হবে কিনা !
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন