বিরাট ঘুর্ণিঝড়ের আশঙ্কা , আছড়ে পরতে পারে রবিবার


Cyclone Originated in bay of Bengal can hit on Bengal
বিরাট ঘুর্ণিঝড়ের আশঙ্কা , আছড়ে পরতে পারে রবিবার



Cyclone Originated in bay of Bengal can hit on Bengal : করোনা নিয়ে আতঙ্কের শেষ নেই । তার মাঝেই আবার ঘূর্ণিঝড় । বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । শনিবার নাগাদ সেটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে । আগামী রবিবার অথবা সোমবার নাগাদ তা আছড়ে পড়ার সম্ভাবনা আছে ।



নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবার পর তা ঠিক কোথায় আছড়ে পড়বে তা স্পষ্ট জানা য়ায়নি । আবহাওয়া বিজ্ঞানীদের মতে ঘূর্ণিঝড়ের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে তার অভিমুখ হতে পাতে । পরে তা পশ্চিমবঙ্গ , বাংলাদেশ , মায়ানমারের দিকেও আছড়ে পরতে পারে । আবহাওয়া বিজ্ঞানীরা এই পরিস্থিতির দিকে নজর রাখছে ।



আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা গেছে বঙ্গোপসাগর আন্দামান উপকূলে নিম্নচাপ তৈরি হবার পর তা দক্ষিণ বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করবে । ১৫ ই মে তা আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে । শক্তি বাড়িয়ে দক্ষিণ পশ্চিম মুখী হয়ে উপকূলের দিকে এগোবে । রবিবার অথবা সোমবার নাগাদ তা উত্তর পূর্ব মুখী হয়ে উপকূলীয় এলাকায় আছড়ে পরতে পারে ।ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ , মায়ানমারেও আছড়ে পরতে পারে ঘূর্ণিঝড়টি ।



নভেম্বর মাসে ঘূর্ণিঝড় ' বুলবুল ' আছড়ে পড়েছিল সুন্দরবন এলাকায় । বহু ক্ষয়_ক্ষতি হয়েছিল তাতে । নতুন এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পরবে কতটা ক্ষয়_ক্ষতি হবে তা এখনো স্পষ্ট জানা যায়নি । তবে আবহাওয়া বিজ্ঞানীরা পরিস্থিতির উপর নজর রাখছেন ।

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post