পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার খরচ দেবে কংগ্রেস দল বিরাট ঘোষণা সোনিয়া গান্ধীর
সোনিয়া গান্ধীর বিরাট ঘোষণা |
Congress Will Pay Migrants Workers Train Fare Says Sonia Gandhi : লক ডাউন চলাকালীন বন্ধ সব থেকে বেশি যারা অসুবিধায় পরেছেন তারা হলেন দেশের পরিযায়ী শ্রমিক । শুধুমাত্র দুটি পয়সার জন্য তারা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিলেন ।
কিন্তু করোনা ভাইরাসের কারনে লক ডাউন শুরু হওয়ার ফলে রেল , বাস বা পরিবহন ব্যাবস্থা বন্ধ হয়ে যাওয়ার ফলে ফেঁসে যান সেইসকল লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা । লক ডাউনের জেরে এমিনিতেই তারা কাজ হারিয়েছে । হাতে পয়সা নেই । খাবার নেই ।
সরকারীভাবে কিছু টাকা বা খাদ্যের যোগান দেওয়া হলেও তা একদমই যথাযথ নয় । তাই তারা বাড়ি ফিরতে চাই । এই অবস্থায় দেশের কেন্দ্র সরকার ঘোষণা করেন "শ্রমিক স্পেশাল" ট্রেনের কথা । যার মাধ্যমে এইসকল লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়ি ফিরতে পারবেন ।
কিন্তু সমস্যা হয়ে দাড়ায় যেখানে রেল বলে পরিযায়ী শ্রমিককেই মেটাতে হবে বাড়ি ফেরার ভাড়া । দুমুঠো খাবার পয়সা নেই তারা কিভাবে মেটাবে রেল ভাড়া । এই নিয়ে সারা দেশজুড়ে যখন বিতর্ক শুরু হয়েছে । তারই মাঝে বিরাট ঘোষণা করলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ।
তিনি ঘোষণা করলেন যেসকল দুস্থ পরিযায়ী শ্রমিকরা ভাড়া মেটাতে পারবেন না তাদের ভাড়া মেটাবে কংগ্রেস দল । তিনি দেশের সরকারের উপর তোপ দেগে জানালেন প্রত্যেক প্রদেশ কংগ্রেস কমিটি তাদের এলাকার দুস্থ পরিযায়ী শ্রমিকদের ভাড়া মেটাবে ।
যদিও যে রাজ্যের পরিযায়ী শ্রমিক সেই রাজ্যই এই ভাড়া মেটাবে বলে ইতিমধ্যেই জানা গেছে । বিরোধীরা বলছেন আসলে কংগ্রেস রাজনীতি করছে এবং এই পরিস্থিতিতে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে ।
Indian National Congress has taken a decision that every Pradesh Congress Committee shall bear the cost for the rail travel of every needy worker & migrant labourer and shall take necessary steps in this regard: Sonia Gandhi, Congress President (File pic) pic.twitter.com/rmQ4ovsHhE— ANI (@ANI) May 4, 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
ভালো লাগলে লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করুন ।
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন