বাড়ছে লক ডাউনের মেয়াদ , ঘোষণা খুব শীঘ্রই
মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে মোদী |
কয়েকদিন ধরে জল্পনা চলছিলোই তবে কি লক ডাউনের মেয়াদ বাড়বে ? আর এবার সেই আশঙ্কায় সত্যি হতে করেছে ।
আজ প্রধানমন্ত্রী রাজ্যের সকল মুখ্যমন্ত্রীদের সাথে মিটিং করছেন । সম্ভবত এই মিটিং শেষ হওয়ার পর হয়ত আজ রাত কিংবা কালকের মধ্যেই লক ডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করবেন মুকিমন্ত্রী ।
ইতিমধ্যেই ওড়িশা এবং পাঞ্জাব লক ডাউনের সময়সীমা বাড়িয়ে যথাক্রমে 30 শে এপ্রিল এবং 1 ই লা মে করার কথা ঘোষণা করেছেন ।
আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল সুর ছিল সকল রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে । এক্ষেত্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীই সহমত পোষণ করেছেন ।
বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীই লক ডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন । তেলেঙ্গানা , কর্ণাটক , মধ্যপ্রদেশ , পশ্চিমবঙ্গ প্রভৃতি সকল রাজ্যই লক ডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছে ।
এই অবস্থায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক শেষে আজ রাতে অথবা কালকের মধ্যেই লক ডাউন সম্পর্কিত আগামী কি পদক্ষেপ নেওয়া হবে তা ঘোষণা করবেন !
সব খবর সবার আগে - CLICK HERE
To Get English News Update - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন