অবশেষে ১৭ জন জামাত সদস্যকে শ্রীঘরে পাঠানো হল
17 Tablighi Jamaat arrested after 14 days quarantine : কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ১৪ দিন এবং তাঁরপর ১৭ জন জামাত সদস্যকে কারাগারে পাঠানো হল ।
গতকাল ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে তাদের ম্যাজিস্ট্রেট এর সামনে তোলা হয় ।আর সেখান থেকেই পাসপোর্টে ভুয়ো তথ্য দেওয়া ছাড়াও আরও অনেকধরনের অপরাধ এর কারনে তাদের কারাগারে পাঠানো হল ।
এই ১৭ জনই বিদেশি । থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশের বাসিন্দা । তাদের পাসপোর্ট অনুসারে তারা দেশে ঘুরতে এসেছিল । কিন্ত তারা যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিল সেই তথ্য সরকারের কাছে লুকানোর কারনে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।
এছারাও লক ডাউন এর সময়ে নিয়ম না মেনে জমায়েত করা ছাড়াও আরও কিছু নিয়ম ভাঙার অপরাধে ভারতীয় দণ্ডবিধির নিয়ম অনুসারে তাদের বিরুদ্ধে FIR করা হয়েছে ।
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন