Post Office Monthly Income Scheme

Post Office Monthly Income Scheme : আপনি কি বিনিয়োগ করতে চান কিন্তু বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না । আমরা আপনাদের বিনিয়োগের একটি নিশ্চিত নিরাপদ স্থানের কথা বলবো । যেখানে বিনিয়োগ করলে কোন চিন্তা থাকবে না । যেখান থেকে আপনার মাসিক ইনকামও হবে । তো চলুন জেনে নেওয়া যাক পোস্ট অফিসের সরকারি এই স্কিম সম্পর্কে ।  

 

পোস্ট অফিস মাসিক আয় স্কিমে কত টাকা রাখা যেতে পারে –  

 

এখানে বিনিয়োগ করতে গেলে টাকার পরিমাণ থাকতে হয় 1000 এর গুণিতকে । সিঙ্গেল অ্যাকাউন্ট হলে বিনিয়োগকারী সর্বাধিক ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবে এবং যৌথ অ্যাকাউন্ট হলে সর্বাধিকা ১৫ লক্ষ টাকা রাখতে পারবে । যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে, সমস্ত যৌথ হোল্ডারের বিনিয়োগে সমান অংশ থাকবে ৷ অভিভাবক হিসাবে একজন নাবালকের পক্ষে খোলা অ্যাকাউন্টের সীমা আলাদা হতে হবে।

 

ম্যাচিউরিটির সময়সীমা –

১. গ্রাহকদের ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে হয় ।

২. একজন গ্রাহক এই স্কিমের অধীনে একটির বেশি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে।

৩. পোস্ট অফিস মাসিক আয় স্কিমে সুদের হার 7.4%

 

ক্যালকুলেটর: মাসিক আয় –

খুব সহজ পদ্ধতিতে কিভাবে মাসিক আয় গণনা করবেন সেটি দেখা নেওয়া যাক ।

 

মাসিক আয় = জমার পরিমাণ × সুদের হার/12

5 লক্ষ টাকা জমার জন্য- প্রতি মাসে 3,083.33 টাকা।
9 লক্ষ টাকার জন্য, মাসিক আয় হবে 5,550 টাকা।
15 লক্ষ টাকা জমার জন্য, মাসিক আয় হবে 9,250 টাকা।

 

কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে?

১. প্রাপ্তবয়স্ক একক ভাবে

২. জয়েন্ট অ্যাকাউন্ট 3 জন প্রাপ্তবয়স্ক পর্যন্ত

৩. নাবালক/মানসিক অসুস্থ ব্যক্তির জন্য তার অভিভাবক

৪. ১০ বছরের বেশি বয়সী নাবালকের ক্ষেত্রে তার অভিভাবক

এই পোস্টটি আপনার জন্য কতটা উপকারী হল, তা আমাদের জানান। শেয়ার করতে ভুলবেন না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post