Airtel Free Recharge Offer : এয়ারটেল বিনামূল্যে দিচ্ছে ১.৫ জিবি ডেটা, কারা পাবেন এই সুবিধা !

Airtel Free Recharge Offer

দীর্ঘদিন ধরে যেভাবে মোবাইল রিচার্জের দাম বেড়েছে প্রত্যেক মানুষই নাজেহাল হয়ে পরেছে । ঠিক সেই সময়ই দেশের অন্যতম প্রধান টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল নিয়ে এসেছে একটি দারুন খবর । এয়ারটেল ব্যবহারকারীদের জন্য রয়েছে বিরাট সুখবর । এয়ারটেল বিভিন্ন সময় তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসে নানান অফার । বর্তমানে এয়ারটেল হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা। এই সংস্থায় প্রায় ৩৮ কোটি গ্রাহক রয়েছে । এয়ারটেলের তরফে ঘোষণা করা হয়েছে কিছুদিনের জন্য বিনামূল্যে গ্রাহকদের . জিবি ডেটা দেওয়া হবে । এই সুবিধা পাবে উত্তর-পূর্ব ভারতের গ্রাহকেরা । এর পাশাপাশি এই অফার রয়েছে প্রি-পেইড গ্রাহকদের জন্যেও । আরও জানিয়েছেন যে, পোস্ট-পেইড গ্রাহকদের জন্যও একটি বিশেষ অফার রয়েছে । কারা পাবে এই অফার? বিস্তারিত সমস্ত তথ্য জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।

উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের জন্য অফার –

ভারি বৃষ্টির কারনে বেশ কিছুদিন ধরে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য বন্যা দেখা দিয়েছে । মণিপুর, মেঘালয়, মিজোরাম ইত্যাদি বেশ কিছু স্থান বন্যায় ভাসছে । এই বন্যার কারনে বহু বাড়ি, মানুষ বিপর্যস্ত হয়েছেন । বন্যার ফলে অনেক মানুষ নিজের প্রাণ হারিয়েছে । প্রবল বর্ষণ প্লাবনের কারণে রাজ্যের যান চলাচলও বন্ধ রয়েছে । মূলত এই সমস্ত কথা মাথায় রেখে এয়ারটেল সম্প্রতি একটি বিশেষ সুবিধে নিয়ে এসেছে অসহায় গ্রাহকদের জন্য। এয়ারটেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব ভারতের সমস্ত গ্রাহক বিনামূল্যে দিনে . জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন । আগামী ৪ দিন এই সুবিধা পাওয়া যাবে । এর পাশাপাশি পোস্ট – পেইড গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ।

পোস্ট – পেইড গ্রাহকদের জন্য অফার

এই টেলিকম অপারেটর সংস্থার তরফে জানানো হয়েছে এয়ারটেলের পোস্ট পেইড গ্রাহকদের জন্যও বিশেষ অফার রয়েছে এয়ারটেল পোস্ট পেইড গ্রাহকদের মাস সময় দেওয়া হয়েছে তাদের বিল পেমেন্ট করার জন্য পোস্ট – পেইড গ্রাহকদের বিল পেমেন্টের সময় আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। যা থেকে কোটি কোটি পোস্ট পেইড গ্রাহক এই সিধান্তের কারনে লাভ পাবেন      

 এই পোস্টটি আপনার জন্য কতটা উপকারী হল, তা আমাদের জানান। শেয়ার করতে ভুলবেন না।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post