বিশ্বজয় উদযাপনে সবাইকে ডাকলেন রোহিত, কবে? কোথায়? কখন?

rohit sharma home coming called people to join victory parade at marine drive wankhede on july 4th after winning icc t20 cricket world cup

ভারতীয় ক্রিকেটের নতুন ইতিহাস রচনা করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। দশ বছরের বিরতির পর, টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। মাঠে রোহিতদের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। কিন্তু এবার ঘরের মাটিতে ফিরে সমর্থকদের সাথেই আনন্দ ভাগ করে নিতে চান রোহিত শর্মা।

এর জন্য নিজেই হাতে তুলে নিয়েছেন উদ্যোগ। ২০২৪ সালের বিশ্বজয়ী ভারতীয় টি-টোয়েন্টি টিমের অধিনায়ক রোহিত শর্মা তার টুইটার হ্যান্ডলে একটি আবেদন জানিয়েছেন।

তিনি লিখেছেন, "আমরা এই বিশেষ মুহূর্ত আপনাদের সাথে উপভোগ করতে চাইছি। তাই চলুন এই জয় উদযাপন করতে মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়েতে Victory parade-এ চলে আসুন। ৪ জুলাই বিকেল ৫টা থেকে।"

এই টুইটটি ইতিম
ধ্যেই ভাইরাল হয়ে গেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)ও এই উদ্যোগে সমর্থন জানিয়েছে।

৪ঠা জুলাই, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়েতে হবে বিশ্বজয়ী ভারতীয় টি-টোয়েন্টি টিমের বিজয় উৎসব।

আশা করা হচ্ছে, এই বিজয় উৎসবে লক্ষ লক্ষ ভারতীয় ক্রিকেটপ্রেমী অংশগ্রহণ করবেন।

এই বিজয় উৎসব কেবল একটি ক্রীড়া উৎসব নয়, বরং এটি ভারতীয়দের ঐক্য ও বন্ধুত্বের প্রতীক।

রোহিত শর্মার এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে।

এই উৎসবের মাধ্যমে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা যাবে।

আসুন আমরা সকলে মিলে এই বিজয় উৎসবকে সফল করে তুলি।

জয় হিন্দ!

এই নিবন্ধে আমরা রোহিত শর্মার টুইট এবং বিশ্বজয়ী ভারতীয় টি-টোয়েন্টি টিমের বিজয় উৎসব সম্পর্কে আলোচনা করেছি।

আশা করি এই নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে।

আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post