জিও দিচ্ছে 200 টাকার কমে আনলিমিটেড ইন্টারনেটের সেরা অফার!

jio unlimited 5g offers best add on data voucher under rs 200


আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা যায় না। স্মার্টফোনে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ব্রাউজিং - সবকিছুই চলে এই ইন্টারনেটের উপর নির্ভর করে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, রিচার্জ করা বেস প্ল্যানের ডেটা দ্রুত শেষ হয়ে যায়। ফলে অসুবিধায় পড়েন ব্যবহারকারীরা।

এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে রিলায়েন্স Jio। 200 টাকারও কম দামে বাজারে এনেছে 5G ডেটা ভাউচার। এই ভাউচার রিচার্জ করলে আপনি পাবেন আনলিমিটেড 5G ডেটা

কোন কোন প্ল্যানে আছে এই অফার?

  • 51 টাকা: এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে আপনার বেস প্ল্যানের সাথে। রিচার্জ করলে পাবেন 3 জিবি 4G ডেটা।
  • 101 টাকা: 101 টাকার এই প্ল্যানেও ভ্যালিডিটি থাকবে বেস প্ল্যানের সাথে। তবে এতে পাবেন 6 জিবি 4G ডেটা।
  • 151 টাকা: 151 টাকার এই প্ল্যানে পাবেন 9 জিবি 4G ডেটা।

এই অফার কীভাবে পাবেন?

  • উপরে বলা তিনটি প্ল্যানের যেকোনো একটি রিচার্জ করলেই পাবেন এই অফার।
  • তবে মনে রাখবেন, এই প্ল্যানগুলো ব্যবহার করার জন্য আপনার ফোনে অবশ্যই একটি বেস প্ল্যান রিচার্জ থাকতে হবে।
  • দ্রষ্টব্য: 3 জুলাই থেকে জিও তাদের প্রিপেইড এবং পোস্টপেইড, উভয় রিচার্জের দামই বাড়িয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দৈনিক 2 জিবি বা তার বেশি ডেটা রয়েছে এমন প্ল্যান রিচার্জ করলেই আপনি পাবেন এই 5G অফার।

Jio 5G ডেটা ভাউচারের সুবিধা:

  • 200 টাকারও কমে আনলিমিটেড 5G ডেটা
  • বেস প্ল্যানের সাথে দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি
  • 4G ডেটাও পাওয়া যাবে
  • দ্রুত ইন্টারনেট স্পিড


আজকের বাজারে Jio 5G ডেটা ভাউচার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G অফারগুলোর মধ্যে একটি। যদি আপনি 200 টাকার কমে আনলিমিটেড 5G ডেটা পেতে চান, তাহলে Jio 5G ডেটা ভাউচার রিচার্জ করতে পারেন।


এবিষয়ে আপনার কোনও মন্তব্য থাকলে কমেন্ট করে জানান ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন NIOS NEWS হোয়াটস অ্যাপ চ্যানেলে।



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post