Vastu Tips 2024

Vastu Tips 2024 : টাকার সমস্যায় ভুগছেন? হাতে একটাও টাকা থাকছে না ? এখুনি করুন এই কাজ তাহলেই ভর্তি হয়ে যাবে পকেট । আপনার মানিব্যাগ কোনোদিন ফাঁকা হবে না । অর্থভাণ্ডার সবসময় থাকবে টাকায় ভর্তি । আমরা সকলেই সেভিং করতে ভালোবাসি । কিন্তু সেটা আর হয়ে উঠে না । কঠোর পরিশ্রম করার পরও হাতে থাকছে না টাকা । ভেবে দেখেছেন কেন এরকম হচ্ছে । কেন কঠোর পরিশ্রম করার পর পকেট থাকছে এবং কি উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাবেন জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন । তো চলুন জেনে নেওয়া যাক সামান্য একটি কাজ করলেই কীভাবে অর্থ আসবে আপনার কাছে ।

টাকা না থাকার পিছনে একটি বড় কারন হচ্ছে বাস্তু দোষ । আপনি হয়তো জানেন না বাস্তু দোষের কারণে আপনার কাছে টাকা থাকছে । জ্যোতিষ শাস্ত্রের একটি উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে এই বাস্তু শাস্ত্র । আজকের প্রতিবেদনে একটি দুর্দান্ত টিপস পেয়ে যাবেন । যার মাধ্যমে অর্থ সংকট থেকে মুক্তি পাবেন ।

অর্থের জন্য বাস্তু টিপস –

অনেকেই আছে যারা বাস্তুশাস্ত্রকে মাথায় রেখে সমস্ত কাজ করে থাকে । যেমন বাড়ি তৈরি করা থেকে শুরু করে বাড়ি সাজানো সমস্ত কিছুই । ইতিবাচক শক্তি বজায় রাখার জন্য বাস্তুশাস্ত্রের কয়েকটি নিয়ম মেনে চলতে হয় । এই শাস্ত্রে কয়েকটি কথা বলা হয়েছে যেগুলি মেনে চললে সর্বদা অর্থভাণ্ডার ভরে থাকবে । বাস্তুশাস্ত্রে কয়েকটি গাছের কথা বলা আছে, যেগুলি লাগানোর ইঙ্গিত দেওয়া হয়েছে । অনেকেই মনে করেন যে বাড়িতে যদি মানি প্ল্যান্ট গাছ লাগানো হয় তাহলে আর্থিক পরিস্থিতি ভালো থাকে । কিন্তু শুধুমাত্র মানি প্ল্যান্ট নয় আরও অনেক গাছ আছে যেগুলি লাগালেও কুবেরের আশীর্বাদ পাওয়া যায় । মানি প্ল্যান্টের মতই আর একটি গাছ হচ্ছে ক্র্যাসুলা ওভাটা ।

ক্র্যাসুলা ওভাটা (Crassula Ovata) –

ক্র্যাসুলা ওভাটা এই গাছটিকে জেড ট্রি, ফ্রেন্ডশিপ ট্রি, লাকি থ্রি এবং মানি থ্রি নামেও পরিচিত । কুবেরকে সন্তুষ্ট করার জন্য বাড়িতে লাগান এই গাছ

মেনে চলুন এই নিয়ম –

এই গাছটি আপনার বাড়িতে থাকলে কোনদিনই অর্থের সমস্যা হবে না । বাস্তুশাস্ত্র মতে বাড়িতে আনুন ক্র্যাসুলা ওভাটা । বাস্তুশাস্ত্রে এই গাছটিকে সম্পদের গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে । সঠিক নিয়ম মেনে সঠিক দিকে যদি এই গাছ লাগাতে পারেন তাহলে কোনোদিনই অর্থের অভাব হবে না । সবসময় মাথায় রাখবেন এই গাছ সঠিক দিকে না লাগালে কিন্তু অর্থের ক্ষতি হবে ।

এই গাছটি খুব দ্রুত ছড়িয়ে পরে । এই গাছটি বেড়ে ওঠার জন্য খুব বেশি সূর্যের আলোর প্রয়োজন হয় না । বসন্ত ঋতুর সময় এই গাছে ছোট ছোট ফুল ফোটে । ফুলগুলি সাদা ও গোলাপি রঙের হয় । একটি ছোট্ট পাত্রের মধ্যেই লাগানো যাবে ক্র্যাসুলা ওভাটা গাছটি । এই গাছটি খুব সহজে শুকিয়ে যায় না । এই গাছে সপ্তাহে ২ – ৩ বার জল দিলেই হবে ।

বাড়ির কোন দিকে লাগাতে হবে ?

বাস্তুশাস্ত্র মতে এই গাছটি লাগাতে হবে বাড়ির প্রবেশদ্বারে ডান দিকে । এই নিয়ম মেনে গাছটি লাগালে তবেই ইতিবাচক শক্তি বজায় থাকবে গৃহে । আপনার সংসার হবে অর্থে ভরা এবং সেটি সর্বদা বজায় থাকবে ।

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now


 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post