Kojagari Laxmi Puja : কোজাগরী লক্ষীপুজোয় এই ৪ কাজ করুন, বাড়িতে হবে টাকার বৃষ্টি । 

Kojagari Laxmi Puja


Kojagari Laxmi Puja : প্রথমে সকল পাঠককে জানাই লক্ষ্মী পূজার শুভেচ্ছা । আজ আপনাদের জন্য লক্ষ্মী পূজো সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম কোজাগরী লক্ষীপুজোয় এই কাজ করুন, বাড়িতে হবে টাকার বৃষ্টি ।

 

আমাদের Whatsapp গ্রুপ

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

 

 

হিন্দু ধর্ম ছাড়াও জৈন স্মারক গুলিতে মা লক্ষ্মীর ছবি পাওয়া যায় মা লক্ষ্মী হলেন ছয়টি বিশেষ গুণের দেবী তিনি শ্রীবিষ্ণুর শক্তির উৎসও আমরা জানি ত্রেতা দ্বাপর যুগে বিষ্ণু রাম কৃষ্ণ অবতার রূপে মর্ত্যে জন্মগ্রহণ করলে সেখানে তার সাথে মা লক্ষ্মী সীতা রাধা রূপে বিষ্ণু সঙ্গিনী হন শ্রীকৃষ্ণের স্ত্রীদেরও লক্ষ্মীর অবতাররূপে কল্পনা করা হয়হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয়, লক্ষ্মী যে গৃহে বাস করেনজেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন সেখানে সুখ শান্তি সমৃদ্ধির অভাব থাকে না জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত

আজ কোজাগরী লক্ষ্মী পুজোকোজাগরী লক্ষ্মী পূজাতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় । আজ অর্থাৎ ২৮ অক্টোবর ভোর ৪টে ১৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথি থাকবে ২৯ অক্টোবর রাত ১টা ৫৩ মিনিট পর্যন্ত যারা লক্ষ্মী পুজা করতে চান এই সময়ের মধ্যে বাড়িতে মা লক্ষ্মীর পুজা করতে হবে ।  হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মীকে বলা বলা হয় তিনি হলেন ধনসম্পদ, সৌভাগ্য সৌন্দর্যের দেবী মা লক্ষ্মী অনেকের কাছে বিষ্ণুপ্রিয়া নামে পরিচিত । তিনি নারায়ণ অর্থাৎ বিষ্ণুর পত্নী, সেই জন্য মা লক্ষ্মীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়ে থাকে মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণ ভাবে লাভ করতে হলে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন করুন কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ ।

নারায়ণের পুজো করুন


কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর আরাধনা করলে মনোবাসনা পূর্ণ হয় মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এদিন তাঁর সঙ্গে নারায়ণেরও পুজো করুনওই দিন মা লক্ষ্মীর ভক্তি ভরে পূজা করলে সারা বছর দেবীর কৃপা পাবেন এছাড়া মা লক্ষ্মীকে খুশি করার জন্য  এই দিনে পাঁচটি কুমারী মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিতে হবে । এর পাশাপাশি এই দিন গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ সারাদিন উপবাস রেখে সন্ধেবেলা মা লক্ষ্মীর পুজো করে নারকেল চিঁড়ে খেলে পূণ্যলাভ হয়

 

চাঁদের আলোয় পায়েস রাখুন


পদ্ম ফুলের ওপর যে মা লক্ষ্মী মূর্তি থাকে সেটি হলেন অর্থ, সৌভাগ্য সৌন্দর্যের দেবী সত্য, তমো রজঃ এই ত্রিগুণের মধ্যে মা লক্ষ্মী হলেন রজঃগুণের প্রতীক সংসারে জীবন যাপন করার জন্য রজঃগুণের বিশেষ সমাদরও রয়েছেকোজাগরী  লক্ষ্মীর পূজার দিন সুস্বাস্থ্য আর্থিক শ্রীবৃদ্ধির জন্য গোবিন্দভোগ চালের পায়েস বানান ।  এরপর সন্ধেবেলায় চাঁদ দেখা গেলে পায়েসটি ছাদে বা উঠোনে চাঁদের আলোয় জালের ঢাকা দিয়ে রেখে দিন কোজাগরী পূর্ণিমায় চাঁদের থেকে মধু ঝরে পড়ে বলে প্রচলিত বিশ্বাস তাই চাঁদের আলোয় সারা রাত রাখা পায়েস পরের দিন বাড়ির সবাই মিলে খান মনে করা হয় এতে শরীর সুস্থ থাকে আর আর্থিক শ্রীবৃদ্ধি হয়

লক্ষ্মীর পাঁচালী পড়ুন


লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীর পাঁচালী পরবেন । এর পাশাপাশি ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করবেন এদিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে দারুণ শুভ ফল পাওয়া যায় এই দিন দেবীর পায়ের কাছে পাঁচটি কড়ি রেখে মায়ের পূজা করুন । পূজার পরে সেই কড়িগুলো ক্যাশবাক্সে রেখে দিন

তুলসী গাছের পুজো করুন


হিন্দুধর্ম অনুসারে তুলসী গাছ হল অত্যন্ত পবিত্র পুরাণে বলা আছে যে, বাড়িতে তুলসী গাছের নিয়মিত পুজো করলে, সেই বাড়িতে কখনও হঠাৎ শোকের ছায়া নামে না সেই সংসারে সব সময় সুখ শান্তি থাকে তবে লক্ষ্মীপুজোয় কখনো তুলসী পাতা নিবেদন করবেন না

 

 

আমাদের Whatsapp গ্রুপ

Join Now

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post