দেখুন কোন অভিনেতার কাছে মাথা নত করে থাকেন Bollywood এর ভাইজান


Unknown-Facts-About-Salman-Khan

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন সালমান খান Bollywood এর ভাইজান , ভক্তরা তাকে ভালবেসে এই নাম দিয়েছে  


Cick To Join Our - Whatsapp Group

সিনেমা থেকে ব্যক্তিগত জীবন সালমানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই তবে বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি এমন একজন অভিনেতা যার পরিচয় তিনি নিজে সালমান খান নামটাই আসলে একটা ব্রান্ড তাই আলাদা করে ভাইজানের পরিচয় দেওয়ার কিছুরই প্রয়োজন নেইইন্ডাস্ট্রিতে সালামান ভাইয়ের মেজাজের কথা কম বেশি সকলেই জানেন একবার তার মেজাজ বিগড়ে গেলে গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না ভাইজান ইতিপূর্বে এমন অনেক ঘটনাই নজরে এসেছে সকলের তাই তার সামনে কোন মন্তব্য করার আগে সকালে অত্যন্ত দুবার ভাবেন তাই ইন্ডাস্ট্রিতে অনেকেই সাল্লু মিঞাকে ভয় পেয়ে থাকেন তবে বিনোদন জগতে এমনও কয়েকজন অভিনেতা রয়েছেন যাদের দেখে মাথা নত করেন সালমান নিজে আজ আমাদের প্রতিবেদনটি সেই নিয়ে থাকল কারা সেই জন সেই ব্যাপারে আজ জানবো

 

অমিতাভ বচ্চন:-

 

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এর সাথে কাজ করা যে কোনো অভিনেতার কাছে স্বপ্নের মতো। নতুন-পুরনো সকল প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কাছেই তিনি অনুপ্রেরণা। তাঁর সাথে কাজ করতে আগ্রহী বলিউড সুপারস্টার দের মধ্যে অন্যতম একজন হলেন সালমান খান। সালমানের অত্যন্ত পছন্দের একজন তারকাদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন। তাঁর প্রতি শ্রদ্ধায় বরাবরই সালমানের মাথা নতুন হয়ে আসে। দীর্ঘ অভিনয় জীবনে দুজনে একসাথে অনেক সিনেমাতেই কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সিনেমা হলবগবানএই সিনেমায় অমিতাভ বচ্চন সালমান খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটির মধ্যে তারা দুজনেই বাবা ছেলের কেমিস্ট্রি অত্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন। প্রসঙ্গত সিনেমার মতোই বাস্তবেও অমিতাভ বচ্চন সালমান কে নিজের ছেলের মতোই স্নেহ করেন

 

 

ধর্মেন্দ্র:-

 

এই তালিকায় রয়েছেন বলিউডের বীরু স্বয়ং ধর্মেন্দ্র জি। বর্ষীয়ান এই অভিনেতাকেও অত্যন্ত সম্মানের চোখে দেখেন সালমান খান। এমনকি এই বর্ষীয়ান অভিনেতা কে সালমান নিজের বাবার মতোই সম্মান দিয়ে থাকেন। আর একথা জানার পর নিঃসন্দেহে অত্যন্ত খূশি হবেন ধর্মেন্দ্র ভক্তরা

 

 

মিঠুন চক্রবর্তী:-

 

বলিউডের চুলবুল পান্ডে সালমান খান মিঠুন চক্রবর্তীকে দাদা বলে সম্বোধন করে থাকেন। একথা সকলেই জানেন ইন্ডাস্ট্রিতে সালমান ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম একজন হলেন মিঠুন চক্রবর্তী। তাঁরা দুজন জুটি বেঁধে একাধিক সিনেমাতে একসাথে কাজ করেছেন আর বেশিরভাগ সিনেমাতেই মিঠুন সালমান খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী একবার এক সাক্ষাৎকারে সালমান নিজে থেকেই মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করতে চেয়েছিলেন। আর মিঠুন চক্রবর্তীকে সালমান বরাবরই নিজের আইডল হিসেবে মনে করেছিলেন

 

রজনীকান্ত:-

 

দক্ষিণী সুপার স্টার রজনীকান্তের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কি বলব! সাউথের ভক্তদের কাছে রাজনীকান্ত মানেই ভগবান। সাউথের এমন অনেক জায়গা আছে যেখানে রজনীকান্তের মূর্তি পুজা পর্যন্ত হয়। ভক্তদের কাছে অভিনেতা থালাইভা বলেই পরিচিত। তবে শুধু সাউথের সিনেমাই নয় রাজনীকান্ত বলিউডেও একাধিক সিনেমায় কাজ করেছেন। আর এই কারনেই বলিউডের ভাইজান সালমান খান তাঁকে এতটা পছন্দ করেন। রাজনীকান্তকে দেখে সালমান খান নিজে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে তিনি রজনীকান্তের মতোই অ্যাকশন করার ইচ্ছা প্রকাশ করেছেন। ভাইজান যেমন রাজনিকান্তকে অত্যন্ত শ্রদ্ধা করেন তেমনই রাজনিকান্তেরও অত্যন্ত কাছের একজন মানুষ হলেন সালমান খান

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post