ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় লোক নিয়োগ
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'ক্রেডিট অফিসার' পদে ৪৮৪ জন ছেলেমেয়ে নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাশরা ফিন্যান্স বা ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এম.বি.এ /পি.জি.ডি.বি.এম/
পি.জি ডি.এম/ পি.জি.বি.এম/ পি.জি.ডি.বি.এ কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
মোট অন্তত ৬০% নম্বর পেয়ে পাশরা কমার্স, সায়েন্স বা ইকনমিক্সের পোস্ট গ্ৰ্যাজুয়েট কোর্স পাশ হলেও আবেদন করতে পারেন।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কোম্পানি সেক্রেটারিশিপ বা আই.সি.ডব্লু.এ কোর্স পাশরাও আবেদনের যোগ্য। কম্পিউটারের অন্তত ৩ মাসের কোর্স পাশ হতে হবে কিংবা ডিগ্রি বা পোস্ট গ্ৰ্যাজুয়েট কোর্সে ইনফর্মেশন টেকনোলজি একটি বিষয় হিসাবে থাকতে হবে। বয়স : বয়স হতে হবে ১-১২-২০২১ এর হিসাবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
শূন্যপদ : ৪৮৪ টি (জেনাঃ ১৯৭, তঃজাঃ ৭০, তঃউঃজাঃ ৪০, ও.বি.সি ১৩১, ই.ডব্লু.এস ৪৬)। এর মধ্যে প্রতিবন্ধী ১৯।
চাকরি হবে এম.এম.জি-।। স্কেলে।
মূল মাইনে : ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, রাঁচী, পাটনা, ভুবনেশ্বর। ১৭৫ নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়ে : জেনারেল অ্যাওয়ারনেস
(ব্যাঙ্কিং শিল্প সহ) -২৫ নম্বর, ইংলিশ ল্যাঙ্গোয়েজ-৫০ নম্বর, পেশাগত জ্ঞান- ১০০ নম্বর। সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষায় সফল হলে গ্ৰুপ ডিসকাশন, ইন্টারভিউ ও সাইকোমেট্রিক টেস্ট হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১০ মে এর মধ্যে। এই ওয়েবসাইটে : www.bankofindia.co.in অনলাইনে দরখাস্ত করার সময়ে বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। যাঁদের আই.ডি নেই তাঁরা নিজের নামে ইমেল আই.ডি বানিয়ে নিয়ে তবেই দরখাস্ত করবেন। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। অনলাইনে দরখাস্ত করার পর পরীক্ষা ফী বাবদ নগদে ৮৫০ (তপশিলী ও প্রতিবন্ধী হলে ১৭৫) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়েলেটে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর 'সিস্টেম জেনারেটেড' অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। ওটা নিজের কাছে রেখে দেবেন। কোন প্রমান পত্র ডাকে পাঠাতে হবে না। ইন্টারভিউ এর সময় যাবতীয় প্রমান পত্রের মূল ও প্রত্যায়িত জেরক্স নিয়ে যাবেন।
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন