দাদাগিরির মঞ্চে এবার যশ নুসরাত এর জুটিকে দেখা যাবে। থাকবে আরও অনেক চমক।
সপ্তাহজুড়ে চলতে থাকা মেগা সিরিয়ালগুলোর বিরাট দাপটের মাঝেই দর্শকদের মনের ক্লান্তি দূর করতে দিনে বাড়ছে নন ফিকশন রিয়ালিটি শো গুলোর জনপ্রিয়তা।বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় এমনই একটি রিয়ালিটি শো হল দিদাগিরি। গত বছর করোনা সংক্রমণের মধ্যেই সমস্ত কোভিড প্রটোকল মেনেই শুরু হয়েছিল দাদাগিরি সিজন ৯।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এবারের এই শোয়ের থিম ‘হাত বাড়ালেই বন্ধু হয়।’ তবে বর্তমানে প্রায় শেষের মুখে দাদাগিরি সিজন ৯।খুব শিগগিরই শেষ হতে চলেছে দাদাগিরির চলতি সিজন। তবে প্রতিবারের মতো এবারেও চলতি সিজনের প্রত্যেক পর্বে দর্শকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে টিভির পর্দায় হাজির হয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা তথা সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী । আসলে ২২ গজের ময়দান হোক কিংবা টিভির পর্দা প্রিয় দাদার দাদাগিরি (Dadagiri) দেখতে দারুন পছন্দ করেন আট থেকে আশি সকল দর্শক। তাই দাদাগিরির মঞ্চে এসে স্বয়ং সৌরভ গাঙ্গুলীকে নিজের চোখে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। তা সে সাধারণ মানুষ হোন কিংবা সেলিব্রেটি, দাদাগিরির মঞ্চে অন্তত একবার হলেও আসতে চান সকলেই।
সম্প্রতি জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা দাদাগিরির একটি প্রোমো ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে প্রথমবার দাদাগিরির মঞ্চে হাজির হতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি তথা ঈশান এর বাবা-মা যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান জুটি। তবে শুধু টলিপাড়ার এই পাওয়ার কাপলরাই নন, দাদাগিরির মঞ্চে জুটিতে হাজির হতে চলেছেন গানের জগতের মানুষ লোপামুদ্রা মিত্র সরকার এবং তাঁর স্বামী জয় সরকার। এছাড়াও হাজির থাকবেন বাবুল সুপ্রিয় এবং তার স্ত্রী রচনা।
দাদাগিরি মঞ্চ মানেই অজানা তথ্য ভান্ডার। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকের ব্যাক্তিগত জীবন থেকে শুরু নানান গোপন রহস্য কোনো টাই অজানা নয় সৌরভের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে যশ ও নুসরতের দাদার প্রথম প্রশ্ন ‘দুজনের মধ্যে কে কার বেশি খেয়াল রাখে ?’ প্রশ্ন শুনেই যশ,নুসরত দুজনেই একে অপরের দিকে ইশারা করেন।টলিপাড়ার পাওয়ার কাপলের এমন উত্তর শুনে স্বয়ং সৌরভও বলে ওঠেন ‘খবরে সুখবরে দে মেড ফর ইচ্ছা আদার’ জুটি।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন