কলকাতা সিটি এন.ইউ.এইচ.এম সোসাইটি-তে 'ফার্মাসিস্ট' পদে লোক নিয়োগ

recruitment-in-Kolkata-City-NUHM-Society


দ্য কলকাতা সিটি এন.ইউ.এইচ.এম সোসাইটি কলকাতা প্রাইমারি হেলথ সেন্টারে কাজের জন্য 'ফার্মাসিস্ট' পদে ১৮ জন লোক নিচ্ছে ফার্মাসির (অ্যালোপ্যাথিক) ডিপ্লোমা কোর্স পাশরা ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন কম্পিউটারে এম.এস অফিস ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে দক্ষতা থাকতে হবে


Cick To Join Our - Whatsapp Group

বয়স : বয়স হতে হবে --২০২২ এর হিসাবে ৪০ বছরের মধ্যে

মাইনে : মাসে ২২,০০০ টাকা। 

শূন্যপদ : ১৮ টি (জেনাঃ প্রাঃসঃকঃ , জেনাঃ প্রতিবন্ধী , জেনাঃ মেধাবী খেলোয়াড় , তঃজাঃ , তঃজাঃ প্রাঃসঃকঃ , .বি.সি ্যাটেগরি )

 

প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে প্র্যাক্টিক্যাল এর জন্য ডাকা হবে। তারপর হবে ১৫ নম্বরের কম্পিউটার টেস্ট। তারপর মেধাতালিকা তৈরি হবে। 

 

দরখাস্ত করবেন সাধারণ A-4 মাপের কাগজে, নির্দিষ্ট ফর্মে। ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটেwww.kmcgov.in 

তখন সঙ্গে দেবেন

() এখনকার তোলা কপি পাশপোর্ট মাপের ফটো (দরখাস্তে নির্দিষ্ট জায়গায় সেঁটে),

() বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট এর স্ব-প্রত্যয়িত নকল,

() কম্পিউটার সার্টিফিকেট এর স্ব-প্রত্যয়িত নকল,

() বাসিন্দার প্রমাণপত্র হিসাবে পাশপোর্ট, ভোটার আই.ডি বা আধার কার্ডের স্ব-প্রত্যায়িত নকল। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন 'Application for the post of.......' দরখাস্ত পৌঁছনো চাই ১৬ এপ্রিলের মধ্যে। এই ঠিকানায় :The Chief Municipal Health Officr/Secretary, Kolkata City NUHM Society, CMO Bidg, 5, S.N Banerjee Road, Kolkata - 700 013.

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post