দামোদর ভ্যালি কর্পোরেশনে লোক নিয়োগ
দামোদর ভ্যালি কর্পোরেশন 'গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি' পদে ৫৬ জন লোক নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (মেকানিক্যাল)
: মেকানিক্যাল প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬৫% (তপশিলী হলে ৬০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
শূন্যপদ : ২২ কি (জেনাঃ ৯, ও.বি.সি ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ২)।
পোস্ট কোড : 2022/ 01.
গ্ৰ্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেক্ট্রিক্যাল)
: ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স,
ইলেক্ট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইলেক্ট্রনিক্স বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬৫% (তপশিলী হলে ৬০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। শূন্যপদ : ২২ টি (জেনাঃ ৯, ও.বি.সি ৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ২)।
পোস্ট কোড : 2022/02.
গ্ৰ্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬৫% (তপশিলী হলে ৬০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
শূন্যপদ : ৫ টি (জেনাঃ ৩, ও.বি.সি ১, তঃজাঃ ১)।পোস্ট কোড : 2022/03.
গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (সি অ্যান্ড আই) : ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্সট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন,
ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬৫% (তপশিলী হলে ৬০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। শূন্যপদ : ৫ টি (জেনাঃ ২, ও.বি.সি ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)।
পোস্ট কোড : 2022/04.
গ্ৰ্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (আই.টি) : ইনফর্মেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬৫% (তপশিলী হলে ৬০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
শূন্যপদ : ২ টি (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)।
পোস্ট কোড : 2022/05.
সবক্ষেত্রে ২০২২ সালের 'গেট' পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে।
বয়স : বয়স হতে হবে ২০-৪-২০২২ এর হিসাবে ২৯ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।
মূল মাইনে : ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।
শুরুতে ১ বছরের ট্রেনিং। সফল হলে 'অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার'
পদে চাকরি।
'গেট' পরীক্ষায় পাওয়া স্কোর দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ২০ এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইটে : www.dvc.gov.in অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ৩০০ (তপশিলী প্রতিবন্ধীদের ফি লাগবে না) টাকা অনলাইনে জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন