বালিকা বধূর আনন্দি অর্থাৎ অভিকা গোর আবার ফিরছে বড় পর্দায়।
অভিকা গোর, যিনি ‘বালিকা বধু’-তে আনন্দীর চরিত্রে নাম ও পরিচিতি এবং তুমুল খ্যাতি অর্জন করেছিলেন, এখন শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। তাকে দেখা যাবে বিক্রম ভাটের ছবি ‘১৯২০ হরর অফ দ্য হার্ট (1920 Horrors of the Heart) এ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
২০২৩ সালে ছবিটি মুক্তি পাবে। এই ছবিটির চিত্রনাট্য লিখছেন মহেশ ভাট এবং পরিচালনা করছেন কৃষ্ণা ভাট। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিকার সঙ্গে কাজ করার তথ্য জানানো হয়েছে ভাটেদের তরফ থেকে। অভিকার এই ডেবিউ ছবিটি লোনারঞ্জার প্রোডাক্টস এবং হাউসফুল মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হবে।
অভিকা গোর এবং বিক্রম ভাট যৌথ ইনস্টাগ্রাম পোস্টে ছবিটি সম্পর্কে শেয়ার করেছিলেন। এছাড়াও একটি ছবি শেয়ার করেছেন, যাতে মহেশ ভাট, বিক্রম ভাট, তাঁর মেয়ে কৃষ্ণভ এবং আভিকা গোরকে দেখা যায়। অভিকার পাশাপাশি কৃষ্ণভও এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করছেন।এই পোস্টের পাশাপাশি তিনি ক্যাপশনও লিখেছেন, ‘১৯২০ আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করেছে। এবং এখন এটি হবে অভিকা গোর এবং কৃষ্ণভ ভাটের হিন্দি ছবির কেরিয়ারে নতুন সূচনা। এই ছবিটি আমার মেন্টর এবং গুরু মহেশ ভাটের লেখা। বর্তমানে আমি প্রযোজকের ভূমিকায় অভিনয় করছি।
এই পোস্টের পর অভিকার বয়ফ্রেন্ড মিলিন্দ চাঁদওয়ানিও তার বলিউডে অভিষেক নিয়ে খুশি প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বাহ, অভিনন্দন, আমার ভালোবাসা অভিকা গোর। তুমি খুব ভালো করবে।’ এর পরে অভিকা প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ বাবু।’
অভিকার ভক্তরাও তাকে অনেক দিন ধরে বড় পর্দায় দেখতে চেয়েছিলেন। এবং এখন এই ইচ্ছা পূরণ হয়েছে। ছবিতে একটি আকর্ষণীয় চরিত্রে অভিনয় করবেন অভিকা। প্রসঙ্গত, আভিকা ২০১৩ সালে সাউথ ইন্ডাস্ট্রি থেকে চলচ্চিত্রে পা রাখেন। উইয়ালা জাম্পালা চলচ্চিত্রের মাধ্যমে তার তেলুগুতে অভিষেক হয়। এর পরে, তিনি এই ছবির জন্য সেরা ডেবিউ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন।
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন