বিদ্যুৎ সাশ্রয়কারী সিলিং ফ্যান
সব থেকে কম দামে সব থেকে ভালো মানের BLDC FAN কেনার জন্য নিচের লিংকে ক্লিক করুন
https://amzn.to/3KK3m5r
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
BLDC
Fans Vs INDUCTION MOTOR Fans :
বর্তমানে আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় 70 ওয়াট ক্ষমতা সম্পন্ন যে ফ্যানগুলো ব্যবহার করা হয়, সেগুলো সবই Induction Motor ফ্যান। এই ফ্যানগুলোর সাথে যদি আমরা CFL বাল্বের তুলনা করতে পারি, তাহলে BLDC ফ্যানগুলো LED বাল্বের সাথে অবশ্যই তুলনীয়।
BLDC
Fans :
এর পুরো নাম BrushLess Direct
Current ফ্যান। এগুলো নির্মান করতে প্রাথমিকভাবে খরচটা একটু বেশীই হয়। এই ফ্যানগুলোতে বেশ কিছু সংখ্যক স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়, যা তড়িৎ পরিবহনকারী তামার তারের কুন্ডলীতে ঘূর্ণন প্রবনতা (যেটাকে বিজ্ঞানের ভাষায় টর্ক বলা হয়) সৃষ্টি করে এবং পাখাকে ঘুরতে সাহায্য করে। এই ফ্যানগুলোতে অনেকগুলো সুবিধা রয়েছে, যার জন্য একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বহু উন্নতশীল দেশে এইধরনের ফ্যানের ব্যাপক ব্যবহার।
সুবিধা :
1.
ফ্যানগুলোর বৈদ্যুতিক ক্ষমতা অনেকটাই কম (প্রায় 28 ওয়াট), যার ফলে বাৎসরিক বিদ্যুৎ সাশ্রয় অনেকটাই বেশী।
2.
এগুলোর স্পীড, Induction Motor ফ্যানগুলোর তুলনায় অনেকটাই বেশী।
3.
আমাদের বাড়ির ভোল্টেজ যখন অনেকটাই কমে গিয়ে প্রায় 160-170 ভোল্ট হয়, তখন এই পাখাগুলোর স্পীড প্রায় একই থাকে।
4.
ইনভার্টার ব্যাটারীতে সাধারন ফ্যানের থেকে প্রায় 2.5 গুন বেশী সময় ধরে চলে।
5.
ইনভার্টার উৎসে সাধারন ফ্যানের আয়ু অনেকটাই কমে যায়। এক্ষেত্রে সেই আয়ু প্রায় 3 গুন হয়।
6.
প্রধানত রিমোট নির্ভর হয় এই ফ্যানগুলো। তবে MI Remote App ও এক্ষেত্রে দারুন কাজ করে। এক্ষেত্রে রোধ নির্ভর বা ধারক নির্ভর রেগুলেটর ব্যবহার করতেই হয় না।
অসুবিধা :
1.
এখন আপাতত একটাই অসুবিধা, আর সেটা হল দাম। এগুলোর দাম সাধারন ফ্যানের থেকে কিছুটা বেশী হয়।
ভালো ব্র্যান্ড - Atomberg, Crompton,
Havells, Orient ইত্যাদি।
Induction
Motor Fans :
এই ফ্যানগুলোতে কোনো স্থায়ী চুম্বক থাকে না। শুধুমাত্র তামার তারের কুন্ডলীর ওপর নির্ভর করেই এগুলো কাজ করে। তাই এগুলোর কার্যকর ঘূর্ণন প্রবনতা তথা টর্কের মান অনেকটাই কম হয়।
অসুবিধা :
1.
প্রায় 60 ওয়াট বা তার বেশী বৈদ্যুতিক ক্ষমতাসম্পন্ন হওয়ায় বৈদ্যুতিক বিলের মান তুলনামূলকভাবে অনেকটাই বেশী হয়।
2.
প্রচন্ড গরমে বিশেষত গ্রামাঞ্চলে বাড়ির বিদ্যুৎ এর ভোল্টেজ যতই কমতে থাকে পাখার স্পীডও ততই কমতে থাকে। ফলে প্রাণ ওষ্ঠাগত হয়ে দাঁড়ায়।
3.
একটি ইনভার্টারে এর জীবনকাল বা ঘূর্ণনকাল দুটোই অনেক কম হয়।
সুবিধা :
1.
শুধুমাত্র দামটাই সাধ্যের মধ্যে। আর অন্যান্য কিছু সুবিধা এখন নেই বললেই চলে।
2.
তবে ভালো ব্র্যান্ডের পাখাগুলো দীর্ঘদিন টেকসই হয়।
ভালো ব্র্যান্ড - Crompton, Orient,
Polycab, Havells ইত্যাদি।
**
আমি একবছর হল, Atomberg এর একটি BLDC সিলিং ফ্যান ব্যবহার করছি। উপরোক্ত সুবিধাগুলো ছাড়াও এই ব্র্যান্ডের ব্যাপারে আমার অভিজ্ঞতা -
1.
দুবছর + একবছর অতিরিক্ত (অনলাইনে রেজিস্ট্রেশন করলে) ওয়্যার্যান্টি।
2.
কাস্টমার কেয়ারে ফোন করলে তৎক্ষণাৎ রেসপন্স।
3.
IIT BOMBAY এর দুজন প্রাক্তন ছাত্রের দ্বারা এই কোম্পানীর জন্ম।
4.
ফ্যানের যাবতীয় যন্ত্রাংশ অসাধারন।
5.
আমাজন, ফ্লিপকার্ট এ পাওয়া যাচ্ছে সর্বোচ্চ রিভিউ এবং রেটিং সহযোগে।
6.
পরীক্ষামূলকভাবে একটি কিনেছিলাম গতবছর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে তে মাত্র 2534 টাকা দিয়ে। কিন্তু এখন আফসোস হয়, যদি তখনই আরও কয়েকটা, অন্ততপক্ষে বেডরুমগুলোর জন্য যদি কিনে নিতাম। গত পরশু আবার একটা নিলাম আমাজন থেকে 3396 টাকায়।
7.
সব থেকে কম দামে সব থেকে ভালো মানের BLDC FAN কেনার জন্য নিচের লিংকে ক্লিক করুন
https://amzn.to/3KK3m5r
ছবি সৌজন্যে : #dudewithsign
শান্তনু চক্রবর্তী, পদার্থবিদ্যার শিক্ষক।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন