অবসর সময়ে চাষ করতে ভালোবাসে কোন নায়ক নায়িকা দেখুন।
বলিউড নামটা কানে এলেই সবার আগে চোখের সামনে হাজির হয় রুপোলি পর্দায় নায়ক নায়িকারা। গ্ল্যামার আর চাকচিক্যে ভরা বি টাউনে সফল অভিনেতারা আজ কোটি কোটি টাকার মালিক। এলাহী রাজপ্রাসাদসম বাড়িতে থাকেন, কোটি টাকা দামের গাড়ি চাপেন এককথায় রাজার হলে বসবাস করেন তাঁরা। তবে অভিনয় বাদে অবসরে কি করেন এই তারকারা? এই প্রশ্ন অনেকেরই মনে জাগে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
আসলে যখন অভিনয় করেন না বা সিনেমা থেকে অবসর নিয়ে নেন তারকারা তখন কিভাবে তাদের জীবন চলে ? এই প্রশ্ন ঘুরে বেড়ায় প্রায় প্রতিটা ভক্তদের মনের মধ্যেই। আর অনেকেই হয়তো জানেন না অভিনয় ছাড়াও প্রায় প্রত্যেকেরই দ্বিতীয় একটা কাজ বা পেশা রয়েছে। আর এমন অনেক বলি তারকা রয়েছেন যারা অন্য কোনো কাজ নোই বরং চাষবাস করতে পছন্দ করেন (Bollywood celebrities who love farming)। আজ বংট্রেন্ডের পাতায় এমনই কিছু তারকাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।
১)জুহি চাওলা:- একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা। অভিনেত্রীর একাধিক সুপারহিট ছবি আজও জনপ্রিয়। তবে বর্তমানে অভিনয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন তিনি। তিনি নিজেকে চাষবাস নিয়েই সম্পূর্ণ ব্যস্ত রাখেন। বিশাল জমিতে কৃষকদের সাথে তাঁর দিন কাটে। নিজের অর্গানিক চাষের জন্য বেশ পরিচিতিও পেযেছেন তিনি।
২) কঙ্কনা রানাউত :- বলিউডের সর্বাধিক চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম কঙ্গনা। বর্তমানে সফল অভিনেত্রী হিসাবে মুম্বাইতে থেকেও তাঁর আদি বাড়ি হিমাচল প্রদেশের গ্রাম্য পরিবেশে। আর অভিনেত্রী নিজেই জানিয়েছিল যে লকডাউনের সময় নিজের দেশের বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। সেখানে মাকে চাষের কাজে সাহায্য করতেন তিনি।
৩) শিল্পা শেট্টি :- দারুন অভিনয় থেকে দুর্দান্ত নাচ করতে পারেন শিল্পা শেট্টি। এমনকি আজও নিজের বয়সকে যেন স্ট্যাচু বলে আটকে রেখেছেন ২০তে। অভিনেত্রী চাষবাস বেশ ভালোবাসেন। নিজের বাড়িতেই বিভিন্ন ধরণের সবজির চাষ করেন। তবে কোনো সার বা ওষুধ প্রয়োগ করে নয় একেবারে অর্গানিকভাবে শাক সবজি চাষ করতেই পছন্দ করেন অভিনেত্রী।
৪) প্রীতি জিন্টা:- ভীর যারা’ নায়িকা প্রীতি জিন্টাকে সকলেই চেনেন। অভিনেত্রী ২০১৬ সালে জিন গুডএনাফকে ভালবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী। এরপর তাঁর সাথেই মার্কিন মুলুকে চলে যান। বর্তমানে সেখানেই থাকেন তিনি। অভিনেত্রী এবছরেই মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। তিনিও চাষবাস করতে দারুন ভালোবাসেন।প্রীতি জিন্টাও সার বা ওষুধ দিয়ে নয় বরং অর্গানিক ভাবেই সবজি ও ফল চাষ করতে চান। মাঝে মধ্যেই নিজের বাগানের পরিচর্যার ভিডিও শেয়ার করেন নেন সকলের সাথে। ক্যাপসিকাম ও টমেটো চাষের একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি একসময়।
৫) সালমান খান:- বলিউডে ভাইজান নামেই তাকে সবাই এক নামে চেনে। বয়স ৫৬ হলেও আজও হ্যাপিলি সিঙ্গেল আছেন অভিনেতা। মুম্বাইতে বিশাল বাড়ি থাকলেও অবসর সময় কাটাতে পানভেলে ফার্মহাউস রয়েছে সালমান খানের। সুযোগ পেলে সেখানেই সময় কাটাতে চলে যান অভিনেতা।বিশাল ফার্ম হাউস একেবারে সবুজে ভর্তি। প্রচুর গাছ থেকে শুরু করে নিজেই চাষবাসও করেন তিনি। মাঝে মধ্যেই ফার্ম হাউসে গাছের পরিচর্যা থেকে চাষের কাজের ছবি শেয়ার করেছেন ভাইজান। যেগুলি ব্যাপক ভাইরাল হয়ে পড়ত মুহূর্তের মধ্যেই।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন