ফল ও সবজি সংরক্ষণে সরকারি ট্রেনিং
পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন অধিকার দফতর রাজ্যের ২২ টি কেন্দ্রে ফল ও সবজি সংরক্ষণ এর ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং দেওয়া হবে আড়াই মাস।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মাধ্যমিক পাশ, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, কৃষক পরিবার, এফ.পি.সি, এন.জি.ও অন্তর্ভুক্ত ছেলেমেয়েরা ১৮ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। ট্রেনিং শুরু ২৬ এপ্রিল।
সীট : ৫৫০ টি।
মাসিক ভাতা : ৫০০ টাকা। ট্রেনিং শেষে সার্টিফিকেট পাবেন ও স্বনির্ভর হওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে। কোন কোন কেন্দ্রে ট্রেনিং দেওয়া হবে তার বিস্তারিত ঠিকানা পাবেন এই ওয়েবসাইটে : http://agrimarketing.wb.gov.in, https://sulalbangla.in, https://wbagrimarketingboard.gov.in
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন