পশ্চিমবঙ্গে নার্সিং (জি.এন.এম) এর ডিপ্লোমা কোর্স পড়ে নিশ্চিত চাকরি
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল (WBNC) অনুমোদিত বীরভূম জেলার লাভপুর নার্সিং ইনস্টিটিউশনে 'জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারির ডিপ্লোমা (জি.এন.এম)' কোর্সে ভর্তি চলছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মোট অন্তত ৪০% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ মহিলারা এই কোর্সে ভর্তি হতে পারবেন।
বয়স : বয়স হতে হবে ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে। ৩ বছরের কোর্স। কোর্স ফী থাকা ও খাওয়াসহ ৪ লাখ টাকা। ড্রেস, রেজিস্ট্রেশন ফীড় পরীক্ষা ফী, ক্লিনিক্যাল ট্রান্সপোর্টেশন ফী, স্টাডি টেবিল ইত্যাদি জন্য আলাদা ফী লাগবে না। নিজস্ব হস্টেলে মনোরম পরিবেশে থাকতে পারবেন। কোর্স শেষে সরকারি ও বেসরকারি সংস্থায় নিশ্চিত চাকরির সুযোগ পাবেন। ভর্তির জন্য বিস্তারিত জানতে এখনি যোগাযোগ করুন এই ঠিকানায় : লাভপুর নার্সিং ইনস্টিটিউশন,
লাভপুর, বীরভূম, পিন - ৭১৩১০৩। ফোন : 9635153301,
9531569423.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন