পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা ৫ ডিসেম্বর

WB-Police-Recruitment


পশ্চিমবঙ্গ পুলিশের 'সাব ইন্সপেক্টর (আন-আর্মড)', 'সাব-ইন্সপেক্টর (আর্মড)', 'লেডি সাব-ইন্সপেক্টর (আন-আর্মড)' পদে ,০৮৮ জন ছেলেমেয়ে নেওয়ার জন্য এবছর জানুয়ারি-ফেব্রুয়ারি তে যে দরখাস্ত নেওয়া হয়েছিল, তার প্রিলিমিনারি পরীক্ষা হবে ডিসেম্বর বেলা ১২ টা থেকে দেড়টা পর্যন্ত


Cick To Join Our - Whatsapp Group

প্রার্থীদের রিপোটিং টাইম সাড়ে টা থেকে সাড়ে ১১ টার মধ্যে সবাইকে মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় লাখ -অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন এই ওয়েবসাইটেwww.wbpolice.gov.in অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর জন্ম তারিখ দিলেই অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন কোনো অ্যাডমিট কার্ড ডাকে কিংবা -মেলে পাঠানো হবে না -অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড/ ্যান কার্ড/ পাশপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স / ভোটার আই.ডি কার্ড / স্বীকৃত প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া মূল পরিচয়পত্র কোনো জেরক্স প্রমাণপত্র দেখিয়ে পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষা দিতে হবে ব্লাক বল পয়েন্ট পেনে পরীক্ষা কেন্দ্রে নিচের এইসব প্রমাণপত্র নিয়ে যেতে পারবেন না : মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি, ্যালকুলেটর, ইলেক্ট্রনিক গ্যাজেট বুক, নোটস, ্যান্ড ্যাগ, ক্লাচ (ছোটো ্যাগ), ছাতা, রেনকোট এছাড়াও স্পোর্টস শু, স্নিকার্স, উচ্চ হিলতোলা জুতো নিয়ে পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না এইসব জিনিসপত্র বাইরে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে

 

এই পদে মোট শূন্যপদ ছিল : ,০৮৮ টি। এর মধ্যে আন-আর্মড ব্রাঞ্চে ছেলেদের জন্য ৭৫৩ টি (জেনাঃ ৪১৩, তঃজাঃ ১৬৬, তঃউঃজাঃ ৪৫, .বি.সি - ্যাটেগরি ৭৬, .বি.সি-বি ্যাটেগরি ৫৩) আন-আর্মড ব্রাঞ্চে মেয়েদের জন্য ১৫০ টি (জেনাঃ ৮২, তঃজাঃ ৩৩, তঃউঃজাঃ , .বি.সি- ্যাটেগরি ১৫, .বি.সি-বি ্যাটেগরি ১১) আর্মড ব্রাঞ্চে ছেলেদের জন্য ১৮৫ টি (জেনাঃ ১০১, তঃজাঃ ৪১, তঃউঃজাঃ ১১, .বি.সি- ্যাটেগরি ১৯, .বি.সি-বি ্যাটেগরি ১৩)

 

প্রার্থী বাছাই হবে টি ধাপে। প্রথমে হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা। তাতে সফল হলে শারীরিক মাপজোখ শারীরিক সক্ষমতার পরীক্ষা। এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা। সব শেষে হবে ৩০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট। 

 

প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের ১০০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে

()জেনারেল স্টাডিজ - ১০০ নম্বরের ৫০ টি প্রশ্ন

() লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং - ৫০ নম্বরের ২৫ টি প্রশ্ন,

() অ্যারিথমেটিক - ৫০ নম্বরের ২৫ টি প্রশ্ন

 

সময় থাকবে ৯০ মিনিট। প্রশ্ন হবে বাংলা ইংরিজিতে। নেগেটিভ মার্কিং আছে। টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে নম্বর কাটা হবে

 



প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post