পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোক নিয়োগ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা সাউথ সার্ক 'পার্ট টাইম সুইপার' পদে ৩৫ জন লোক নিচ্ছে। কারা কোন সার্কেলে আবেদনের যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা সব সার্কেলের ক্ষেত্রেই আবেদন করতে পারেন।
বয়স : বয়স হতে হবে ১-৭-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। প্রার্থীদের কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
মূল মাইনে : ১৪,৫০০-২৮,১৪৫ টাকা।
এছাড়াও অন্যান্য ভাতা পাবেন।
শূন্যপদ : ৩৫ টি (জেনাঃ ১৪, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২, ও.বি.সি ৭, ই.ডব্লু.এস ৪)। এর মধ্যে অস্থি প্রতিবন্ধী ১।
দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নিচের বয়ানে। এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : www.pnbindia.in তখন সঙ্গে দেবেন :
(১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল,
(২) স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল,
(৩) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যয়িত নকল (যদি থাকে),
(৪) প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল,
(৫) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো (দরখাস্তের নিদিষ্ট জায়গায় সেঁটে)।
দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন 'Application for
thepost of PTS at Punjab National Bank-....... Circle-A ; Cat.......
(UR/SC/OBC/EWS)'
দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। পৌঁছনো চাই ১৮ ডিসেম্বরের মধ্যে।
এই ঠিকানায় : Chief Manger, HRD
Dept, Punjab National Bank, Circle Office Kolkata-South, Floor No.9, United
Tower, 11, Hemanta Bose Sarani, Kolkata- 700 001.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন