সেনাবাহিনীতে লোক নিয়োগ। জানুন বিস্তারিত
দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি এম.টি.এস (সাফাইওয়ালা), জি.সি অর্ডারলি, গ্ৰুম, এম.টি.এস (চৌকিদার), গ্ৰাউন্ডসম্যান, ওয়েটার, ফ্যাটিগম্যান, এম.টি ড্রাইভার পদে ১৮০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এম.টি.ড্রাইভার : মাধ্যমিক পাশরা ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আর গাড়ি চালানোর কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য।
শূন্যপদ : ১০টি (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ও.বি.সি ২)।
কুক স্পেশাল : মাধ্যমিক পাশরা ভারতীয় খাবার রান্নার কাজে দক্ষতা থাকলে যোগ্য।
শূন্যপদ : ১২ টি (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ও.বি.সি ২, ই.ডব্লু.এস ২)।
লোয়ার ডিভিশন ক্লার্ক : উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য।
শূন্যপদ : ৩ টি(জেনাঃ ১, ও.বি.সি ১, ই.ডব্লু.এস ১)।
মাশালচি : মাধ্যমিক পাশরা মশালচির কাজে দক্ষতা থাকলে যোগ্য। ১ বছরের অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয়।
শূন্যপদ : ২টি (জেনাঃ)।
ওয়েটার : মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
শূন্যপদ : ১১ টি (জেনাঃ ৬, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৩, ই.ডব্লু.এস ২)।
ফ্যাটিগম্যান : মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
শূন্যপদ : ২১ টি (জেনাঃ ১০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৪, ই.ডব্লু.এস ১)।
এম.টি.এস (সাফাইওয়ালা) : মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
শূন্যপদ : ২৬ টি (জেনাঃ ১৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৯, ই.ডব্লু.এস ২)।
গ্ৰাউন্ডসম্যান : মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
শূন্যপদ : ৪৬ টি (জেনাঃ ২৩, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ও.বি.সি ৮, ই.ডব্লু.এস ৪)।
জি.সি.অর্ডারলি : মাধ্যমিক পাশরা যোগ্য।
শূন্যপদ : ৩৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৬, ও.বি.সি ৪, ই.ডব্লু.এস ১)।
এম.টি.এস (চৌকিদার) : মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
শূন্যপদ : ৪ টি(জেনাঃ ১, তঃজাঃ ১, ও.বি.সি ২)।
গ্ৰুম : মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
শূন্যপদ : ৭ টি (জেনাঃ ৪, ও.বি.সি ২, ই.ডব্লু.এস ২)।
বাইসাইকেল রিপেয়ার : মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ : ৩ টি (জেনাঃ ২, তঃজাঃ ১)।
এম.টি.এস (ম্যাসেঞ্জার) : মাধ্যমিক পাশরা যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
শূন্যপদ : ২ টি (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)।
এম.টি ড্রাইভার পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে আর অন্যান্য পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।তপশিলী, ও.বি.সি রা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ২ ঘন্টার পরীক্ষায় থাকবে এইসব বিষয় : জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং - ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস - ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন, জেনারেল ইংলিশ - ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউট - ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন। এরপর হবে স্কিল টেস্ট।
দরখাস্ত করবেন নিদিষ্ট ফর্মে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন : (১) নিজের নাম ঠিকানা লেখা ও প্রতিটিতে ৫ টাকার ডাক টিকিট সাঁটা খাম,
(২) এখনকার তোলা ৩ কপি পাশপোর্ট মাপের ফটো (১ কপি দরখাস্তের নিদিষ্ট জায়গায় সেঁটে ও ২ কপি দরখাস্তের সঙ্গে গেঁথে),
(৩) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্ব প্রত্যয়িত নকল,
(৪) ৫০ টাকার ক্রসড পোস্টাল অর্ডার। 'The Comdt, Indian Military Academy, Dehradun'. এর অনুকূলে।
তপশিলী, ও.বি.সি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন ' Application for the post of .......' দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পীড ডাকে। পৌঁছনো চাই ৩ জানুয়ারির মধ্যে।
এই ঠিকানায় : The Commandant, Indian Military Academy, Dehradun.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন