সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সে লোক নিয়োগ
সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স 'টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস' ও 'গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস' হিসাবে ৩৪ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
টেকনিশিয়ান () অ্যাপ্রেন্টিস : কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার নেটওয়ার্কিং এর ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।
বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
স্টাইপেন্ড : মাসে ৮,০০০ টাকা।
শূন্যপদ : ১ টি।
গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন বা টেলিকম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা সংশ্লিষ্ট শাখার জন্য যোগ্য।
স্টাইপেন্ড : মাসে ৯,০০০ টাকা।
শূন্যপদ : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২৪ টি। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন বা টেলিকম ইঞ্জিনিয়ারিং- ৮ টি, মেকানিক্যাল - ১ টি।
ওপরের সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ১-১১-২০২১ এর হিসাবে। ট্রেনিং শুরু ৩০ ডিসেম্বর।
দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের তালিকা বেরোবে ১৬ ডিসেম্বর।
আগ্ৰহী প্রার্থীদের প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.mhrdnats.gov.in নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আই.ডি ও পাশওয়ার্ড পাবেন। তারপর এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করবেন http://tax.in, www.drdo.gov.in.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন