ইন্ডিয়ান ইন্সটিটিউট ফর হেলথ ট্রেনিং-এ ভর্তি নিচ্ছে
ইন্ডিয়ান ইন্সটিটিউট ফর হেলথ ট্রেনিং কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টর ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
যে কোনো শাখার উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোর্স পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে বেসিক সার্টিফিকেট থাকলে ভর্তির জন্য আবেদন করতে পারেন। ১ বছরের কোর্স। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ২ বছরের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। এছাড়াও এখানে কমিউনিটি মেডিক্যাল সার্ভিস (CMS -১ বছরের) ও ৬ মাসের টিউবার কিউলোসিস (TB) ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM) সার্টিফিকেট কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল কোর্স পাশ। নিয়মিত ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে। ডিপ্লোমা কোর্স পাশ করার পর সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। আগে আসার ভিত্তিতে ভর্তি।
যোগাযোগ : IIHT, 226 B.B.Ganguly street, Bowbazar, Kol-12, 7003224427,
9836396734, 8017040262
Website : www.iiht.in
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন