বাড়িতে বসেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করুন

Link Aadhaar with ration card at home


দুয়ারে সরকার দুয়ারে রেশনের পর এবার শুরু হল দুয়ারে আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণের কর্মসূচি রীতিমতো বাড়িতে এসে রাজ্যের নাগরিকদের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ করে দেবেন রাজ্য সরকারের খাদ্য দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সংস্থার কর্মীরা বস্তুত, খাদ্য দপ্তরের  পক্ষ থেকে জানানো হয়েছে আগস্ট মাস থেকে রেশনে খাদ্যশস্য সংগ্ৰহ করার ক্ষেত্রে আধার সংযুক্তিকরণ আবশ্যক

 

Cick To Join Our - Whatsapp Group

ইতিমধ্যে আধার রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু হয়ে গেছে। সরাসরি রেশন ডিলারের কাছে গিয়ে কিংবা খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে গিয়ে ১১ নম্বর ফর্ম পূরণ করে বা বাংলা সহায়ক কেন্দ্র গিয়ে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ করা হচ্ছে। প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্যই এই ্যবস্থা বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। জুন মাসের শেষ থেকে শুরু হবে এই কাজ। পরে রাজ্যের যে কোনো এলাকা থেকেই তোলা যাবে রেশন। মোবাইলে মেসেজ চলে আসবে। সবটাই প্রযুক্তির ্যবহারে স্বচ্ছতায় সবাইকে সুবিধা প্রদানের জন্য দপ্তর সূত্রে খবর, খাদ্য দপ্তরের ওয়েবসাইটে থেকে নিজেরাও এই সংযুক্তিকরণ করতে পারবেন। এছাড়াও জুন মাসের শেষের দিকে বাড়ি বাড়ি গিয়ে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ শুরু হবে

 

খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ্যাপারে প্রশ্ন করা হলে বলেন "আধার কার্ড এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজে দ্রুততা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আধার রেশন কার্ড লিংকের কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি একটি সংস্থাকে বাড়ি বাড়ি গিয়ে এই আধার রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজটি করার দায়িত্ব দেওয়া হয়েছে।"

 

যেহেতু আগস্ট থেকে আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণ রেশন নেওয়ার ক্ষেত্রে আবশ্যক সেক্ষেত্রে পরিবারের কোনো সদস্যের যদি আধার কার্ড না থাকে তাহলে রেশন গ্ৰহণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। এই বিষয়ে ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী সচিব। যাদের ক্ষেত্রে এই সমস্যা আছে তাদের জন্য আধার কার্ড তৈরির ্যাপারে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। খাদ্যমন্ত্রী আরও বলেন "আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণ হয়ে গেলে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে রাজ্যবাসী রেশন তোলার সুবিধা পাবেন। পাশাপাশি মোবাইলে মেসেজের মাধ্যমে কত পরিমাণ রেশন তোলা হয়েছে তা গ্ৰাহকরা জানতে পারবেন।"

 

CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post