২০২১ শের ভোটে অনুব্রতর নিদান , বিজেপিকে ঠেঙিয়ে পগারপার করে দিন
anubrata mondal dialogue : রাজ্য রাজনীতিতে অনুব্রত মণ্ডল বরাবরই তার মজাদার ভাষণের জন্য বিখ্যাত । এর আগেও তিনি বিরোধীদের নকুল দানা খাওয়ানোর কথা বলেছেন , গুড় বাতাশা খাওয়ানোর কথা বলেছেন । চরাম চরাম ঢাক বাজানো থেকে উন্নয়ন দাড়িয়ে আছে তার বলা এই শব্দগুচ্ছ মানুষের মধ্যে মজার খোরাক জুগিয়েছে ।
তাই ভোট এলেই মুখিয়ে থাকেন এবার অনুব্রত মণ্ডল বিরোধীদের জন্য কি নিদান দিচ্ছেন ! আর আজ বছরের প্রথম দিন নানুরের বাসাপাড়া থেকে সেই নিদান দিলেন । বর্তমানে রাজ্যে বিরোধী বলতে বিজেপি । যদিও তিনি বিজেপির নাম নেন নি । তবে রাজনৈতিক মহলের ধারনা ‘ঠেঙিয়ে পগারপার’ করার কথা তিনি বিজেপির উদ্দ্যেশ্যেই বলেছেন ।
নানুরের বাসাপাড়ায় প্রতিবছর ১ ই লা জানুয়ারি থেকে ১০ ই জানুয়ারি মিলনমেলা হয়েচ থাকে ।সেই মিলনমেলার উদ্বোধনে গিয়ে আজ তিনি বলেন “গ্রামের মানুষ প্রায়শই বলে থাকেন ঠেঙিয়ে পগারপার করে দাও । সেই কথা উল্লেখ করে অনুব্রত মণ্ডল আজ বলেন আমিও বলছি ওদের ঠেঙিয়ে পগারপার করে দিন ।
আজ মিলনমেলা অনুষ্ঠানে মেলা কমিটির পক্ষ থেকে অনুব্রতর মাথায় একটি ২ কেজি ওজনের রুপোর মুকুট পড়িয়ে দেওয়া হয় । আর সেখান থেকেই তিনি বিরোধী তথা বিজেপির উদ্দ্যেশ্যে হুঙ্কার ছেরেছেন ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন