২০২১ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা !
Special facilities are being given 2021 wb secondary students : ২০২১ সালের মাধ্যমিক
পরীক্ষা শুরু হচ্ছে ১ জুন থেকে । শেষ হবে ১০ জুন । এবছর টেস্ট পরীক্ষা না হওয়ার মাধ্যমিক পরীক্ষায় বসবে সকল ছাত্র-ছাত্রী । ফলে
পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে অনেকটাই ।শিক্ষা পর্ষদের মতে সংখ্যাটা প্রায় ১৪ লাখের
কাছাকাছি।
ছাত্রছাত্রীর
সংখ্যা বেড়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ছে তিনগুণ। গতবছর মাধ্যমীক পরীক্ষার কেন্দ্র ছিল ২৮৩৯ টি। এবছর সেই সংখ্যাটা
বেড়ে দাঁড়িয়েছে ৭০০০ কেন্দ্রে। সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক একটি পরীক্ষা
কেন্দ্রে ২০০ বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না।
মধ্যশিক্ষা পর্ষদের
পক্ষ থেকে বিষয়ভিত্তিক পরীক্ষাসূচী প্রকাশ করা হয়েছে। সিলেবাসের কোন কোন অংশের পরীক্ষা
হবে তাও জানিয়েছে পর্ষদ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্য বাতিল করা হয়েছে ৩০ থেকে
৩৫ শতাংশ সিলেবাসের অংশ। কোন অধ্যায় থেকে
প্রশ্নের সংখ্যা কত হবে তাও প্রকাশ করা হয়েছে ।
এতদিন ধরে যেসব
স্কুলগুলোতে মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো সেখানেই পরীক্ষা কেন্দ্রের ব্যাবস্থা
করা হতো । এবছর পরীক্ষার্থীর সংখ্যা তিনগুন বেড়ে যাওয়ায় পরিকাঠামোগত সমস্যা হতে
পারে মনে করে পরীক্ষা কেন্দ্র নিয়ে নতুন করে চিন্তাভাবনা চলছে।
মধ্যাশিক্ষা পর্ষদের
সভাপতি করুণাময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন , ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা সমস্তরকম
ব্যাবস্থা নিচ্ছি। যাতে
পরীক্ষার সময়
কোনরকম সমস্যায় পরীক্ষার্থীদের পড়তে না হয় ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন