ত্রিপুরা মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হল , এখানে দেখুন

tripura secondary board exam 10th result published



ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এক্সাম ( TBSE ) আজ মাধ্যমিক ফলাফল প্রকাশ করবে । আজ সকাল নটায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষিত হবে । 

এবছর সারা রাজ্যে ৩৯০০০ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়েছিল ।

মাধ্যমিক ছাত্র ছাত্রীরা তাদের ফলাফল ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে দেখতে পাবেন । 


অন্যদিকে ছাত্রছাত্রীরা ৯.৪৫ মিনিট থেকে নিচের ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পাবে । 



এছাড়া SMS এর মাধ্যমেও রেজাল্ট জানতে পারা যাবে । এরজন্য আপনার ফোন থেকে টাইপ করুন TBSE10 এরপর SPACE দিয়ে (Registration No)(Roll No) টাইপ করে BSNL বা অন্য যেকোন মোবাইল থেকে 7738299899 এই নাম্বারে পাঠিয়ে দিন । মনে রাখবেন রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরের মধ্যে কোন Space থাকবে না । 


tripura secondary board exam 10th result published


 করোনা পরিস্থিতির কারনে ২০২০ সালের মাধ্যমিক পুরাতন সিলেবাস ,  মাদ্রাসা , উচ্চমাধ্যমিক , 
মাদ্রাসা ফাজিল আর্টস প্রভৃতি বাতিল করে দেওয়া হয়েছিল । সেই সকল পরীক্ষা জুলাই মাসে হওয়ার কথা ছিল । কিন্তু গত ২৬ শে জুন সুপ্রিম কোর্টের রায় অনুসারে সেই পরীক্ষা আর নেওয়া হবে না । বাতিল হওয়া পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কিভাবে নেওয়া হবে তা খুব শিঘ্রই পর্ষদের  পক্ষ থেকে জানানো হবে । এবং এই পরীক্ষাগুলিরও ফলাফল আগামী জুলাই মাসের মধ্যেই প্রকাশিত হবে ।

tripura secondary board exam 10th result published

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post