দীঘার সমুদ্র উপকূলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য
দীঘার সমুদ্র উপকূলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য |
Mysterious Foam Materials Found On Digha Sea Beach : পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র উপকূলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য । শুক্রবার রাতে দীঘার চেহারা ছিল অন্য রকম। সমুদ্রে দেখা গেলো এক অদ্ভুত ফেনা। যেটা দেখে মনে হচ্ছিল কোনো বরফ এর স্তুপ।
ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন বাংলা- ওড়িশা উপকূল এলাকায় ঘণ্টাই প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে আমফান।
স্থানীয় বাসিন্দারা এর আগে এরকম ঘটনা দেখেনি। এই ফেনার সঙ্গে আমফান এর কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে মানুষের মনে একটি ধারণা সৃষ্টি হয়েছে।এই ঘূর্ণিঝড়ের সঙ্গে ফেনার কোনো সম্পর্ক আছে কিনা বা এটা ঝড়ের কোনো সংকেত কিনা, এই কথাগুলি মানুষের মনে ছাপ ফেলেছিল। স্থানীয় বাসিন্দা মানস জানার কাছে জানা গেছে - এর আগে দিঘা বাসি সমুদ্রে এত সাদা সাদা সাবানের মত ফেনা কখনো দেখেনি। রীতি মত অবাক লাগছে এত ফেনা দেখে।
কিন্তু সমুদ্র বিজ্ঞানী আনন্দদেব মুখোপাধ্যায় জানিয়েছেন,এই ঘটনা একেবারেই স্বাভাবিক। এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই । তিনি জানান লকডাউন এর কারণে সমুদ্র এখন অনেক টাই দূষণ মুক্ত ।আগে দূষণের জন্য সমুদ্র তলদেশে সেডিমেন্ট সমুদ্রের জলের তলার দিকেই থাকতো। কিন্তু এখন দূষণ না থাকার জন্য সেই সব উপাদান জলের উপরের স্তরের দিকে চলে আসে। আমফানের প্রভাবে সমুদ্র উপরে বাতাসে এর গতিবেগ এখন বেড়েছে । যার ফলে সেই বাতাসের ধাক্কার সমুদ্রে জলে উৎপন্ন হচ্ছে ফেনা ।যা আচড়ে পড়ছে উপকূলে ।
সমুদ্র বিজ্ঞানী প্রসাদ চন্দ্র টুডু আর ও জানিয়েছেন - আগে সমুদ্রের ঢেউ বা রোলিং কম থাকায় ফেনা কম উৎপন্ন হতো। আর এখন সমুদ্রের উপরে বাতাসে গতিবেগ ।তাই অনেক বেশি ফেনা বেড়েছে।
পরের দিন সকালে অর্থাৎ শনিবার সকালে দেখা যাই আগের দিনের থেকে ফেনা অনেক কমেছে।স্থানীয় রা জানিয়েছেন বেলা বাড়ার সাথে সাথে সমুদের ফেনা অনেক কমেছে।
লকডাউন থাকার সত্বেও ফেনা দেখার জন্য অনেক মানুষ সমুদ্রে এসে উপস্থিত হয়।স্থানীয় পুলিশ এই মানুষদের ওখান থেকে সরিয়েদেন ।আর এখন সমুদ্র উপকূলে অনেকটাই স্বাভাবিক।
খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন