স্নেহের পরশ প্রকল্পে টাকা পাঠানো শুরু হল
স্নেহের পরশ প্রকল্পে টাকা পাঠানো শুরু হল |
Processs is starting of sending money to the migrant workers in sneher parash scheme : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাইরের রাজ্যে আটকে থাকা শ্রমিকদের সাহাযার্থে শুরু করেন স্নেহের পরশ প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে যেসকল শ্রমিক লক ডাউনের কারনে বাড়ি ফিরতে পারেন নি তাদের হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । প্রকল্পটির নাম দেওয়া হয় স্নেহের পরশ ।
এই উদ্দেশ্যে তৈরি করা হয় একটি Android App . যে অ্যাপ এর মাধ্যমে বাইরের রাজ্যে বসেই আবেদন করতে পারেন শ্রমিকরা । এবার সেই স্নেহের পরশ প্রকল্পের টাকা পাঠানো শুরু হল পূর্ববর্ধমান জেলায় ।
পূর্ব বর্ধমান জেলায় প্রায় ৩১ হাজার শ্রমিক স্নেহের পরশ প্রকল্পের সুবিধা পেতে চলেছেন । পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক বিজয় ভারতী জানিয়েছেন প্রায় ৫৪ হাজার আবেদন জমা পরেছিল । যার মধ্যে ২২ হাজারের কাছাকাছি আবেদন বাতিল করা হয়েছে ।
বাতিলের কারন হিসেবে বলা হয়েছে এরকম অনেক আবেদন জমা পরেছিল যেখানে দেখা গিয়েছে অনেক শ্রমিক লক ডাউনের আগেই বাড়ি পৌঁছে গেলেও তারাও আবেদন করেছে । সেইসকল আবেদনকে বাতিল করে দেওয়া হয় । এই সংখ্যাটা প্রায় ২২ হাজারেরও বেশি ।
এই জেলায় মোট ৩১ হাজার শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন । জেলার তরফে জানানো হয়েছে ৩ মে পর্যন্ত আবেদন গ্রহন করা হয়েছিল । এবং সেই আবেদন গুলি খতিয়ে দেখার পর অনলাইনে টাকা পাঠানো শুরু হয়েছে ।
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন " মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা ।"
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Rahim Sekh
ReplyDelete9933460188
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন