কেন্দ্রের বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ
কেন্দ্রের বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ |
Central Government Announce Financial Package For West Bengal : করোনা মোকাবিলার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র সরকার । ছয় হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে । ১৪ টি রাজ্য কে এই আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হবে । এই ১৪ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ । বাংলার ঝুলিতে আসতে চলেছে কয়েকশ কোটি টাকা ।
সোমবার রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইট করে জানান কেন্দ্র মোট ৬১৯৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে ১৪ টি রাজ্যের জন্য । ১৫ তম অর্থ কমিশনের সুপারিশেই এই টাকা দেওয়া হচ্ছে রাজ্য গুলিকে ।
এই ১৪ টি রাজ্যের মধ্যে রয়েছে – অন্ধ্রপ্রদেশ , কেরল , মণিপুর , মেঘালয় , মিজোরাম , নাগাল্যান্ড , পাঞ্জাব, সিকিম , তমিলনাড়ু , ত্রিপুরা , উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, হিমাচল প্রদেশ । এই রাজ্য গুলিকে দেওয়া হবে আর্থিক সাহায্য ।
কেন্দ্র ১৪ টি রাজ্যের জন্য মোট ৬১৯৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে । এই ১৪ টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি টাকা পাচ্ছে কেরল সরকার । কেরল সরকার পাচ্ছে ১২৭৬.৯১ কোটি টাকা । পাঞ্জাব পাচ্ছে ৬৩৮ কোটি টাকা । পশ্চিমবঙ্গ পাচ্ছে ৪১৭.৭৫ কোটি টাকা ।
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন