এ আই এয়ারপোর্ট সার্ভিসেসে লোক নিয়োগ

recruitment-in-AI-Airport-Services-Limited


কাস্টমার এজেন্ট, হ্যান্ডিম্যান/হ্যান্ডিউওম্যান, ইউটিলিটি এজেন্ট-সহ বিভিন্ন পদে ৫৯৬ জনকে নেবে এ আই এয়ারপোর্ট সার্ভিসেস (পূর্বতন এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস)। প্রার্থী বাছাই করা হবে  অয়াক-ইন-ইন্টারভভিউয়ের মাধ্যমে । নিয়োগ করা হবে কলকাতায় ।


Cick To Join Our - Whatsapp Group

হ্যান্ডিম্যান/হ্যান্ডিউওম্যান ঃ ২৭৭টি ।

শিক্ষাগত যোগ্যতা ঃ মাধ্যমিক । ইংরেজিতে সড়গড় হতে হবে । স্থানীয় ভাষা ও হিন্দি জানলে অগ্রাধিকার ।

বেতন ঃ ১৭,৫২০ টাকা ।

কাস্টমার এজেন্ট ঃ ২০৬টি ।

শিক্ষাগত যোগ্যতা ঃ স্নাতক । ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে ইউ এফ টি এ এ বা এফ আই এ টি এ বা ডি জি আর বা কার্গো-তে ডিপ্লোমা কোর্স পাশ অথবা এয়ারপোর্ট সংশ্লিষ্ট কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

বেতন ঃ ২১,৩০০ টাকা ।

ইউটিলিটি এজেন্ট-কাম-র‍্যাম্প ড্রাইভার ঃ ৯৬টি ।

শিক্ষাগত যোগ্যতা ঃ মাধ্যমিক, সঙ্গে বৈধ হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভার লাইসেন্স থাকতে হবে ।

বেতন ঃ ১৯,৩৫০ টাকা ।

র‍্যাম্প সার্ভিস এজেন্ট ঃ ১২টি ।

শিক্ষাগত যোগ্যতা ঃ মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল বা প্রোডাকশন বা ইলেক্ট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে  ডিপ্লোমা । অথবা মাধ্যমিক, সঙ্গে মোটর ভেহিক্যাল অটো ইলেক্ট্রিক্যাল বা এয়ার কন্ডিসনিং বা ডিজেল মেকানিক বা বেঞ্চ ফিটার বা ওয়েল্ডার ট্রেডে আই টি আই (এন সি টি ভি টি) সার্টিফিকেট কোর্স পাশ । এর পাশাপাশি বৈধ হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং  লাইসেন্স থাকতে হবে । স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার । ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে অতিরিক্ত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বেতন ঃ ২১,৩০০টাকা ।

বয়স ঃ ১-৪-২০২২ তারিখে ২৮ বছরের মধ্যে হতে হবে । তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ বছরের ছাড় পাবেন ।

প্রার্থী বাছাই করা হবে র‍্যাম্প সার্ভিস এজেন্ট এবং ইউটিলিটি এজেন্ট-কাম-র‍্যাম্প ড্রাইভার পদের ক্ষেত্রে ট্রেড টেস্টের মাধ্যমে । হ্যান্ডিম্যান ও হ্যান্ডিউওম্যান পদের ক্ষেত্রে বাছাই করা প্রার্থীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে । কাস্টমার এজেন্ট পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে।

যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন, সময়, স্থান জানিয়ে দেওয়া হবে  । ফি হিসেবে দিতে হবে ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট । ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথিপত্র ও ডিমান্ড ড্রাফট সঙ্গে নিয়ে যেতে হবে । ড্রাফটটি ‘AI AIRPORT SERVICES LIMITED’’-এর অনুকূলে মুম্বইয়ে প্রদেয় হতে হবে । তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবে না ।

দরখাস্ত করতে হবে নির্সিষ্ট বয়ানে । দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে ঃ http://www.aiasl.in দরখাস্ত পূরণ করবেন যথাযথ ভাবে ।

     পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন

  ১। প্রার্থীর ১ কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো । ফটোটি দরখাস্তের নির্দিষ্ট স্থানে সেঁটে দেবেন ও ফটোর ওপর সই করে দেবেন । তিন মাসের বেশি পরনো ফটো চলবে না ।

  ২। বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল ।

  ৩। আধার কার্ড ও প্যান কার্ডের স্বপ্রত্যইয়িত নকল ।

  ৪। কাস্ট এবং ও বি সি সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে)।

  ৫। প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল ।

  ৬। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল (প্রযোজ্য ক্ষেত্রে) ।

  ৭। ডোমিসাইল সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল ।

  ৮। আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট স্বপ্রত্যয়িত নকল 

  ৯। ড্রাইভিং লাইসেন্সের স্বপ্রত্যয়িত নকল ।

প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা দরখাস্ত-ভরা খামের ওপর লিখভবেন ঃ ‘POST APPLIED FOR………………………., AIASL’’ শূন্যস্থানে ইংরেজির বড় হরফে যে-পদের জন্য আবেদন করছেন তার নাম লিখে দেবেন । দরখাস্ত ২২ এপ্রিলের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছাতে হএব এই ঠিকানায় ঃ HRD Department, Air India Premises, AI Airport Services Limited, New Technical Area, GS Building, Ground Floor, Kolkata: 700 052 (Landmark NSCBI Airport / Opposite Airport Post Office), PH:(003) 2569-5096. দরখাস্ত সরাসরি এই ঠিকানায় রাখা ড্রপবক্সেও জমা দিতে পারেন ।

   খুঁটিনাটি তথ্যের জন্য আগ্রহীরা দেখুন উপরোক্ত ওয়েবসাইট ।




প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post