Exclusive : রনবীর কাপুর এবং আলিয়ার বিয়ে ! ভিডিওতে দেখুন
বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বিয়ের পর পার্টিতে মেতেছেন নবদম্পতি।
রণবীর ও আলিয়ার গাঁটছড়া বাঁধেন করণ জোহর।
কেক কেটে সেলিব্রেট করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট
সাবেকি রঙ লাল বা গোলাপি নয়, বিয়ের রঙ হিসাবে আলিয়া রণবীর বেছে নিয়েছেন সাদা।
সাদা ও সোনালি রঙের জারদৌসি শাড়ি আর সোনালি ওড়নায় আলিয়ার থেকে চোখ সরানো দায়।
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে আলিয়ার বিয়ের সাজ
ছিল সকলের থেকে আলাদা।
শাড়ির সঙ্গে ম্যাচ করে আলিয়া পরেছিলেন সোনা ও হিরের গয়না।
রণবীর আলিয়ার বরমালাও ছিল সকলের থেকে আলাদা।
কনের সঙ্গে ম্যাচ করেই রণবীর পরেছিলেন সাদা শেরওয়ানি, গলায়
মুক্তোর মালা এবং পাগড়ি।
ঠোঁটে ঠোঁট রেখে নতুন জার্নি শুরু করলেন রণবীর ও আলিয়া।
বিয়ের ছবি পোস্ট করে আলিয়া ও রণবীর লেখেন, আজ আমাদের পরিবার
এবং বন্ধুদের সঙ্গে বাড়িতে,আমাদের প্রিয় জায়গায়, বারান্দায় আমরা আমাদের সম্পর্কের
শেষ ৫ বছর যেখানে কাটিয়েছি সেখানেই আমরা বিয়ে করেছি। ইতিমধ্যেই আমাদের অনেক স্মৃতি
আছে, আমরা একসঙ্গে আরও স্মৃতি তৈরি করার জন্য আর অপেক্ষা করতে পারি না। স্মৃতি যা ভালবাসার,
হাসির, আরামদায়ক নীরবতার, সিনেমার রাত, ঝগড়া, ওয়াইনের আনন্দ এবং চাইনিজ খাবারে পূর্ণ।
আমাদের জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সমস্ত ভালবাসা এবং আলোর জন্য আপনাকে ধন্যবাদ
যা এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন