অনুব্রতর অণ্ডকোষ বাদ দিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা
অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ।গোরুপাচারকাণ্ডে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে গিয়ে সেই যে উডবার্ন ওয়ার্ডে ঢুকেছিলেন অনুব্রত মণ্ডল, তার পর থেকে তাঁর একের পর এক উপসর্গ ধরা পড়েই চলেছে। তবে তাঁর অণ্ডকোষে সংক্রমণ নিয়ে সব থেকে চিন্তায় চিকিৎসকরা। হিন্দুস্তান টাইমস এর সূত্র অনুসারে খবর, সংক্রমণের জেরে বেশ কষ্ট পাচ্ছেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। যার ফলে অণ্ডকোষ কেটে বাদ দিয়ে তাঁকে ক্লেশ থেকে রেহাই দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন চিকিৎসকরা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে হাসপাতাল সূত্রের খবর, অনুব্রতর অণ্ডকোষের সংক্রমণ বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে। যার জেরে তাঁর অণ্ডকোষ ফুলে গিয়েছে। অণ্ডকোষের ত্বক লাল হয়ে গিয়েছে। প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোচ্ছে বলেও খবর। এর জেরে ব্যাপক যন্ত্রণা হচ্ছে অনুব্রতর। দেরি করলে এই সংক্রমণ দেহের অন্যত্র ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
Bangla.hindustantimes.com এর সূত্র অনুসারে , অনুব্রতর অণ্ডকোষের সংক্রমণে কী চিকিৎসা করা হবে তা ঠিক করতে এসপ্তাহেই বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। তেমন হলে অনুব্রত মণ্ডলের ২টি শুক্রাশয়ই কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা। তবে অস্ত্রোপচারের জন্য অন্যান্য উপসর্গ নিয়ন্ত্রণে আনা অত্যন্ত দরকারি। সে সব নিয়েও চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন