স্মার্ট ফোনের জগতে সবাই চায় নানান অফার পেতে । স্মার্ট ফোনে বিভিন্ন অ্যাপে অফার পাওয়া যায় । এবার একটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে । যাতে রয়েছে নানান অফার, ইউজাররা এই ফোন টি ব্যবহার করলেই নানান সুবিধা পাবেন । একটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হল টেকনো । আমরা সবাই জানি ২০২৩ সালে লঞ্চ হয়েছিল টেকনো স্পার্ক 10, এবার তারই আপডেট ভার্সন নিয়ে এসছে টেকনো । নতুন আপডেট ভার্সনটি হচ্ছে টেকনো স্পার্ক 20 । এই ফোনের মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন । এটি একটি ফিচারপ্যাক স্মার্টফোন যেটি গেমিংয়ের পাশাপাশি ভিডিয়ো স্ট্রিমিং, কলিং সহ বহু কাজে ব্যবহার করা হবে । এছাড়া টেকনো স্পার্ক 20 মডেলটিতে একটি দুর্দান্ত সুবিধা রয়েছে । যারা সিনেমা প্রেমী রয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা । এই ফোনে ২৩ টি OTT অ্যাপের ১ বছরের সাবক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে । যার মধ্যে আছে SonyLiv, ZEE5, Shemaroo ইত্যাদি । টেকনো স্পার্ক 20 ইউজাররা ৫,৬০৪ টাকা বাঁচিয়ে নিজের কাছে রাখতে পারবেন । কারন এই সাবস্ক্রিপশন বান্ডেলের মোট খরচ ৫,৬০৪ টাকা । যেটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ।
টেকনো স্পার্ক
20 স্মার্টফোনের দাম কত ?
এই ফোনের 8GB + 128 GB স্টোরেজের দাম মাত্র ১০,৪৯৯ টাকা । 8GB + 256 GB স্টোরেজের দাম ওর থেকে হাজার টাকা বেশি । অর্থাৎ 8GB + 256 GB স্টোরেজের দাম ১১,৪৯৯ টাকা ।
ফোনটি কীভাবে
কিনবেন ?
আপনি চাইলেই অনলাইনে এই ফোনটি কিনতে পারবেন । সেক্ষেত্রে অনলাইনে কিনলে স্মার্টফোনের উপর 10,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন । পুরনো ফোনকে বদল দিয়ে নতুন ফোন কিনতে চাইলে ছাড় পাবেন । এই ফোন কেনার সময় নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে । এছাড়া এর পাশাপাশি থাকছে নো কস্ট EMI । এই টেকনো স্পার্ক 20 ফোনটি ০২/০২/২০২৪ তারিখ থেকে ভারতে সেল শুরু হয়ে গিয়েছে।
এই ফোনটির
স্পেসিফিকেশন -
১) টেকনো
স্পার্ক
20 মডেলে পেয়ে যাবেন 6:6 ইঞ্চি IPS LCD স্ক্রিন এবং এছাড়া
HD+ রেজোলিউশন এবং
90hz রিফ্রেশ
রেট ।
২) এই ফোনে 8GB
এবং
16GB Ram এবং
256GB ইন্টার্নাল
স্টোরেজ
আছে ।
৩) এছাড়া মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন ।
যেটির মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বাড়াতে পারবেন ।
৪) ফোনে
অপারেটিং
সিস্টেম
রয়েছে
অ্যান্ড্রয়েড
13।
৫) ব্যাক প্যানেলে আছে ডুয়াল ক্যামেরা । যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে আছে LED ফ্ল্যাশ । ৬) ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল ক্যামেরা যার মাধ্যমে সেলফি ও ভিডিয়ো কল করা যাবে ।
৭) টেকনো স্পার্ক 20 মডেলে MediaTek Helio G85 প্রসেসর পাওয়া যাবে ।
৮) এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,000mAh সঙ্গে 18W ফাস্ট চার্জিং, যা দ্রুত চার্জ
করবে ।
৯) অন্যান্য ফিচার হিসাবে পাবেন- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4G কানেক্টিভিটি, USB টাইপ-সি চার্জিং, ডুয়াল সিম, 3.5mm হেডফোন জ্যাক ইত্যাদি আরও অনেক সুবিধা।
BUY NOW
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন