Tecno Spark 20 Price

স্মার্ট ফোনের জগতে সবাই চায় নানান অফার পেতে । স্মার্ট ফোনে বিভিন্ন অ্যাপে অফার পাওয়া যায় । এবার একটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে । যাতে রয়েছে নানান অফার, ইউজাররা এই ফোন টি ব্যবহার করলেই নানান সুবিধা পাবেন । একটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হল টেকনো । আমরা সবাই জানি ২০২৩ সালে লঞ্চ হয়েছিল টেকনো স্পার্ক 10, এবার তারই আপডেট ভার্সন নিয়ে এসছে টেকনো । নতুন আপডেট ভার্সনটি হচ্ছে টেকনো স্পার্ক 20 । এই ফোনের মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন । এটি একটি ফিচারপ্যাক স্মার্টফোন যেটি গেমিংয়ের পাশাপাশি ভিডিয়ো স্ট্রিমিং, কলিং সহ বহু কাজে ব্যবহার করা হবে । এছাড়া টেকনো স্পার্ক 20 মডেলটিতে একটি দুর্দান্ত সুবিধা রয়েছে । যারা সিনেমা প্রেমী রয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা । এই ফোনে ২৩ টি OTT অ্যাপের ১ বছরের সাবক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে । যার মধ্যে আছে SonyLiv, ZEE5, Shemaroo ইত্যাদি । টেকনো স্পার্ক 20 ইউজাররা ৫,৬০৪ টাকা বাঁচিয়ে নিজের কাছে রাখতে পারবেন । কারন এই সাবস্ক্রিপশন বান্ডেলের মোট খরচ ৫,৬০৪ টাকা । যেটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন । 

টেকনো স্পার্ক 20 স্মার্টফোনের দাম কত ?

এই ফোনের 8GB + 128 GB স্টোরেজের দাম মাত্র ১০,৪৯৯ টাকা । 8GB + 256 GB স্টোরেজের দাম ওর থেকে হাজার টাকা বেশি । অর্থাৎ 8GB + 256 GB স্টোরেজের দাম ১১,৪৯৯ টাকা ।

ফোনটি কীভাবে কিনবেন ?

আপনি চাইলেই অনলাইনে এই ফোনটি কিনতে পারবেন । সেক্ষেত্রে অনলাইনে কিনলে স্মার্টফোনের উপর 10,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন । পুরনো ফোনকে বদল দিয়ে নতুন ফোন কিনতে চাইলে ছাড় পাবেন । এই ফোন কেনার সময় নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে ।   এছাড়া এর পাশাপাশি থাকছে নো কস্ট EMI । এই টেকনো স্পার্ক 20 ফোনটি ০২/০২/২০২৪ তারিখ থেকে ভারতে সেল শুরু হয়ে গিয়েছে

এই ফোনটির স্পেসিফিকেশন -

১) টেকনো স্পার্ক 20 মডেলে পেয়ে যাবেন 6:6 ইঞ্চি IPS LCD স্ক্রিন এবং এছাড়া HD+ রেজোলিউশন এবং 90hz রিফ্রেশ রেট ।

২) এই ফোনে 8GB এবং 16GB Ram এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ আছে ।

৩) এছাড়া মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন । যেটির মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বাড়াতে পারবেন ।

৪) ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 13

৫) ব্যাক প্যানেলে আছে ডুয়াল ক্যামেরা । যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে আছে LED ফ্ল্যাশ । ৬) ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল ক্যামেরা যার মাধ্যমে সেলফি ভিডিয়ো কল করা যাবে ।

৭) টেকনো স্পার্ক 20 মডেলে MediaTek Helio G85 প্রসেসর পাওয়া যাবে

৮) এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,000mAh সঙ্গে 18W ফাস্ট চার্জিং, যা দ্রুত চার্জ করবে ।

) অন্যান্য ফিচার হিসাবে পাবেন- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4G কানেক্টিভিটি, USB টাইপ-সি চার্জিং, ডুয়াল সিম, 3.5mm হেডফোন জ্যাক ইত্যাদি আরও অনেক সুবিধা



BUY NOW


 প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post