মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে বড় আপডেট
করোনা পরিস্থিতি লাগামছারা হওয়ার কারণে পারিপার্শ্বিক সমস্ত রকম ক্ষতির সঙ্গে সঙ্গে পড়ুয়া দের ভবিষ্যৎ যেন দিন দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে একেরপর এক পরীক্ষা ব্যবস্থা।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এ বছরের শুরুর দিকে মনে করা হয়ে ছিল করোনা পরিস্থিতিকে কিছুটা বাগে এনেই সমস্ত প্রক্রিয়া স্বাভাবিক করা হবে। তাই রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি বাগে আনা তো দুরস্ত কোভিড সংক্রমণ দিন দিন উত্তরোত্তর বেড়েই যাচ্ছে।
তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময় থেকে আবারো কিছুটা পিছিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এই বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে ও মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এই বছরের আগস্ট মাসে। পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু রদবদলের কথা এই দিন ঘোষণা করা হয়েছিল।
গতকাল জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত যাবতীয় তথ্য আজ দুপুর ২টোর সময় ঘোষণা করা হবে৷ কিন্তু সূচি ঘোষণার দিন পিছিয়ে দেওয়া হল৷ আজ, যৌথ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ বাতিল করা হয়েছে সেই বৈঠক।
আজ সকালে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, পরীক্ষার সূচি ঘোষণা আপাতত স্থগিত রাখা হচ্ছে৷ পরীক্ষার সূচি ঘোষণার জন্য পর্যদ ও সংসদের নির্ধারিত যৌথ সাংবাদিক বৈঠক স্থগিত করে দেওয়া হয়৷ কবে সূচি ঘোষণা হবে সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই৷
গতকালই করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় বাতিল হয়ে গিয়েছে সিবিএসই ও আইসিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা৷ যেখানে দুটি দিল্লি বোর্ডের পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে, সেখানে প্রায় ২০ লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার৷
তাই রাজ্য সরকার এই বিষয় নিয়ে আবার একবার ভেবে দেখতে চাইছে। সূত্রের খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে সিদ্ধান্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, চিকিৎসক, মনোবিদ ও শিশু অধিকার কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এই কমিটির প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবেন, এই পরিস্থিতিতে আদেও পরীক্ষা নেওয়া যাবে কি না। যদি না যায় তা হলে কী ভাবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। কারণ মূল্যায়ন, শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই মূল্যায়নের সঙ্গে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জড়িত। তাই এই বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না শিক্ষা দফতর। আর সেই কারণেই আজ সূচী ঘোষণার বৈঠক বাতিল করা হয়।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন